রুপশী বাংলা ডেস্ক(৯ ফেব্রুয়ারি, ২০১৩): যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রতিবাদী তরুণদের উদ্দেশে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, বর্তমান সরকারের দুর্বৃত্তায়ন, হল-মার্ক ও পদ্মা সেতু কেলেঙ্কারি এবং বিশ্বজিত্ হত্যাকাণ্ডের বিষয়েও তাঁদের কথা বলতে হবে।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমানে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় সাদেক হোসেন খোকা এসব কথা বলেন। ১৮ দলীয় জোটের আজ শনিবারের বিক্ষোভ সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
তরুণদের উদ্দেশে সাদেক হোসেন খোকা বলেন, ‘শাহবাগে বেশ কিছু তরুণের আহ্বানে সমাবেশ চলছে। সেখানে তাঁরা বিভিন্ন দাবির কথা তুলে ধরছেন। সমাবেশে তরুণদের দেশপ্রেমবোধ ও মুক্তিযুদ্ধের প্রতি তাঁদের আবেগকে সম্মান করি। তবে এ কথাও বলব, এ আবেগের সঙ্গে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রক্ষমতায় শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের যে দুর্বৃত্তায়ন চলছে, তারা যে হল-মার্ক ও পদ্মা সেতুর কেলেঙ্কারি করে বাংলাদেশের স্বাধীনতার মর্যাদাকে ভূলুণ্ঠিত করে দিল, সে বিষয়ে আপনাদের কথা বলতে হবে। রাজপথে বিশ্বজিতের মতো তরুণকে পিটিয়ে হত্যা করা হলো, সে বিষয়ে আপনাদের কথা বলতে হবে।’
সাদেক হোসেন খোকা আরও বলেন, ‘আজ বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে মানুষের ভোটাধিকার খর্ব করে শেখ হাসিনা একদলীয় সরকারব্যবস্থার মধ্য দিয়ে আবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে চান। এটি যুদ্ধাপরাধীদের বিচারের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। যুদ্ধাপরাধীদের বিচারের দাবির সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য আমরা তরুণদের অনুরোধ করব।’
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার যখন বিভিন্ন জায়গায় ব্যর্থ হচ্ছে, জনগণকে সঙ্গে নিতে পারছে না, তখন বিভিন্নভাবে ধূম্রজাল সৃষ্টি করে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে।
সংক্ষিপ্ত বক্তৃতা শেষে নয়া পল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা।
নিউজরুম