ব্যারিস্টার রাজ্জাকের চেম্বারে তল্লাশি

0
158
Print Friendly, PDF & Email

ঢাকা,(৯ফেব্রুয়ারী) : রাজধানীর নয়াপল্টনে সিটি হার্ট মার্কেটে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার সন্ধ্যা ৬টায় মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি নুরুন্নবীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ৬৭, নয়াপল্টনের সিটি হার্ট শপিং সেন্টারের ১৪ তলায় ব্যারিস্টার ‍আব্দুর রাজ্জাকের মালিকাধীন ‘ল’ কাউন্সিল চেম্বারে এ অভিযান চালায়।
এ সময় অফিসে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট তাজুল ইসলামসহ ১০ থেকে ১৫ জন ‍আইনজীবী বৈঠক করছিলেন।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, “ডিবির এডিসি নুরুন্নবী অফিসে প্রবেশ করে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ ও মাওলানা আব্দুস সোবহানের আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে খোঁজ করেন।”

তিনি বলেন, “এসময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ওই পুলিশ কর্মকর্তাকে ডেকে বলেন, এটা আইনজীবীদের চেম্বার। এখান থেকে কাউকে আটক কিংবা গ্রেফতার করে নিয়ে যেতে পারেন না। পরে ওই পুলিশ কর্মকর্তা এখান থেকে চলে যান।”

উল্লেখ্য, মাওলানা আব্দুস সোবহান সাহেবের আইনজীবী মতিউর রহমান আকন্দ ওই বৈঠকে উপস্থিত ছিলেন।”

এ ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি নুরুন্নবীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সিটি হার্ট বিল্ডিংয়ের সামনে সাদা পোশাকে বিপুল সংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন ছিল।

নিউজরুম

শেয়ার করুন