স্পোর্টস ডেস্ক(০৯ ফেব্রুয়ারী): জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু হলো ইংল্যান্ডের। আজ শনিবার অকল্যান্ডেঅনুষ্ঠিত সফরের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৪০ রানে হারায় সফরকারী দল।
এম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৪ রান তোলে ইংল্যান্ড। জবাবেশেষ পর্যন্ত লড়ে ৯ উইকেটে ১৭৪ রান তুলতে সক্ষম হয় স্বাগতিক নিউজিল্যান্ড।
আজব্যাটে-বলে সব দিকেই যথেষ্ট সফলতা পেয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। টপ ওমিডল অর্ডারে সব ব্যাটসম্যানই ভালো রান পান। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেনএউইন মরগান। তাঁর ২৬ বলের ইনিংসটিতে ছিল চারটি চার ও তিনটি ছয়ের মার । লুকরাইট ছিলেন আরও ভয়ংকর। তিনটি চার ও চারটি ছয়ে ২০ বলে ৪২ রান করেন তিনি। ২২বলে ৩৮ রান করেন বেয়ারস্টো। ১৬ বলে ৩২ রানে অপরাজিত থাকেন বাটলার। দুইউদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল লাম্ব ও অ্যালেক্স হেলসের সংগ্রহ যথাক্রমে ২২ ও২১ রান। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট, রোনি হীরা ও অ্যান্ড্রু এলিসপ্রত্যেকে দুটি করে উইকেট নেন।
জয় পেতে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২১৫রান। লক্ষ্যটা যে যথেষ্ট কঠিন ছিল, বলার অপেক্ষা রাখে না। একের পর এক উইকেটহারিয়ে ম্যাচটাকে আরও বেশি কঠিন করে তোলেন কিউই ব্যাটসম্যানরা। দলের হয়েসর্বোচ্চ ৪৪ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল। কলিন মনরো করেন২৮ রান। হীরা ২০ রানে অপরাজিত থাকেন।
এ ম্যাচে ইংল্যান্ডের সফলতম বোলারস্টুয়ার্ট ব্রড। ২৪ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন ইংলিশ অধিনায়ক। এছাড়া স্টিফেন ফিন তিনটি ও লুক রাইট দুটি উইকেট নেন।
তিন ম্যাচেরটি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত ১-০ তে এগিয়ে ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজশেষে নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচে অংশ নেবেসফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২১৪/৭ (২০ ওভার)
মরগান ৪৬, রাইট ৪২, বেয়ারস্টো ৩৮, বাটলার ৩২*
বোল্ট ২/৪০, হীরা ২/৪২, এলিস ২/৪০
নিউজিল্যান্ড: ১৭৪/৯ (২০ ওভার)
গাপটিল ৪৪, মনরো ২৮, হীরা ২০*
ব্রড ৪/২৪, ফিন ৩/৩৯, রাইট ২/২৯
ফল: ইংল্যান্ড ৪০ রানে জয়ী।
সূত্র: ক্রিকইনফো।
নিউজরুম