রুপশী বাংলা ডেস্ক(৯ ফেব্রুয়ারি, ২০১৩): কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শুধু রাজধানীর শাহবাগ নয়, আন্দোলন চলছে সারা দেশেই। শাহবাগের সুরে সুর মিলিয়েছেন সারা দেশের মানুষ। আজ শনিবারও বাগেরহাট, গোপালগঞ্জ, পাবনা, চাটমোহর, লালমনিরহাট, শ্রীপুর, গোয়ালন্দ, নবীনগর, পঞ্চগড়, শ্রীপুরে চলছে আন্দোলন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে,
বাগেরহাট
দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সব আলবদর, রাজাকারের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মহিলা পরিষদ কর্মসূচির আয়োজন করে। তারা প্রথমে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। পরে তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে সিপিবি, ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন যোগ দেয়। তারা শহরে বিক্ষোভ মিছিল বের করে। গত বৃহস্পতিবার থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির ডাকে স্বাধীনতার সপক্ষের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নাগরিক মঞ্চের ব্যানারে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন কর্মসূচি শুরু করেছে।
গোপালগঞ্জ
গোপালগঞ্জেও আজ শনিবার যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করছেন বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা ১১টায় জেলা শহরের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে জামায়াত ও জামায়াত পরিচালিত ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বর্জনের শপথ নেয় ছাত্র-জনতা।
পাবনা
পাবনায় চলছে গণ-আন্দোলন। আমরা পাবনাবাসী ব্যানারে শহরের আবদুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে গত মঙ্গলবার থেকে প্রতিদিন বিকাল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছে সর্বস্তরের মানুষ।
(গোয়ালন্দ) রাজবাড়ী
আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে দৌলতদিয়া ইউনিয়নের জনগণ। কর্মসূচিতে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠন, ইউনিয়ন পরিষদ, জাতীয় পার্টি, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, হকার সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, পরিবহন শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেয়।
পঞ্চগড়
সকাল থেকে প্রগতিশীল বিভিন্ন সংগঠনের কর্মী, মুক্তিযোদ্ধা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদ মিনারে অবস্থান নেয়। তারা গণসংগীত, কবিতা ও স্লোগানের মাধ্যমে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানায়। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
শ্রীপুর(গাজীপুর)
গাজীপুরে শ্রীপুর উপজেলার পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণ-অনশন করছে। আজ শনিবার দুপুর ১২টা থেকে মোমবাতি জ্বালিয়ে তারা কর্মসূচি শুরু করে। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একাত্মতা প্রকাশ করে।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের লঞ্চঘাটের সামনে কাদের মোল্লাসহ মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত মিছিল, গণসংগীত, আবৃত্তি ও সমাবেশ হয়েছে। আজ ও আগামীকাল রোববারও মুক্তিযুদ্ধ প্রজন্ম গণজাগরণের মঞ্চ থেকে গণসংগীত ও সমাবেশের ডাক দিয়েছে।
লালমনিরহাট
জেলা শহরের মিশনমোড় চত্বরে রাজাকারমুক্ত বাংলাদেশ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের উদ্যোগে স্থাপিত গণমঞ্চে গণসংগীত পরিবেশন ও প্রতিবাদী কবিতা আবৃত্তি করা হয়। গণমঞ্চে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, ভাষাসৈনিক কমরেড সামছুল হক, বিশিষ্ট নাট্যসংগঠক মজিবর রহমান ও কবি আশরাফ হোসেন।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
পাকুন্দিয়া পৌর শহরে আজ শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মিছিলটি স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক ঘুরে থানা মোড়ে সমাবেশ করে। পরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করা হয়। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়।
নিউজরুম