কেন দর্শক টানতে পারছে না?

0
206
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(০৯ ফেব্রুয়ারী): দিন দিন হু হু করে আমাদের টিভি চ্যানেলের সংখ্যা বেড়েই চলেছেআর এসব চ্যানেলের জন্য নির্মাতারা রাতদিন মাথার ঘাম পায়ে ফেলে একের পর এক ধারাবাহিক নির্মাণ করে যাচ্ছেনকিন্তু অপ্রিয় হলেও সত্য, আমাদের টিভি দর্শকরা দেশীয় টিভি ধারাবাহিক দেখার চেয়ে ভারতীয় হিন্দি ও কলকাতার বাংলা সিরিয়ালের প্রতি বেশি আসক্তনির্মাতাদের কেউ কেউ তাদের কাজ দিয়ে দেশীয় টিভি দর্শকদের ভারতীয় সিরিয়াল থেকে সরিয়ে আনার চেষ্টা করছেনতারা নিজেদের কাজের প্রতি দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করলেও অধিকাংশ নির্মাতার কাজ মানহীন বা দর্শকদের আকৃষ্ট করার মতো না হওয়ায় তাদের সেই স্বপ্নের সফল বাস্তবায়ন ঘটছে নাআমাদের নাট্য-বোদ্ধাদের অনেকেই বলছেন, নাটক নির্মাণ অত্যন্ত কঠিন একটি কাজকিন্তু বিগত কয়েক বছর ধরেই এই কাজটি অত্যন্ত সহজ করে ফেলা হয়েছেধারাবাহিকগুলোতে একই চেহারার অভিনয় শিল্পী, একই লোকেশন, একই বিষয়বস্তু নিয়ে একের পর এক কাজ হওয়ায় তা দর্শক টানতে পারছে না বলে মনে করছেন মিডিয়া সংশ্লিষ্ট কেউ কেউপ্রায়ই দেখা যায়, কোনো বিষয় নিয়ে নির্মিত একটি ধারাবাহিক দর্শকপ্রিয়তা পাওয়ার পরই সেই একই বিষয় নিয়ে ধারাবাহিক নির্মাণের জোয়ার শুরু হয়আবার কোনো অভিনয় শিল্পী বিশেষ কোনো চরিত্র বা বিশেষ কোনো অঞ্চলের ভাষায় কাজ করে সফল হলেই তাকে পরবর্তী নাটকগুলোতে একই চরিত্রে ডাকা শুরু হয়এগুলোকেই নতুন ধারাবাহিকের দর্শকপ্রিয়তার প্রধান অন্তরায় বলে মনে করছেন অনেকেঅনুসন্ধানে দেখা গেছে, টিভি নির্মাতাদের মধ্যে একটা দল সিনিয়র নির্মাতার সঙ্গে দুই একটি নাটকে সহকারী হিসেবে কাজ করে অনায়াসে ১ ঘণ্টার নাটক নির্মাতা বনে যাচ্ছেনআর এ কাজেও ভালো করে দক্ষতা অর্জন করা ছাড়াই অল্প সময়ের ব্যবধানে ধারাবাহিক নাটক নির্মাণের দুঃসাহস দেখাচ্ছেনএজাতীয় নির্মাতার কাজ আবার বিভিন্ন চ্যানেলে প্রচারও হচ্ছেএ অবস্থায় তাদের নাটকে কোনো গল্প পাওয়া যায় নানাটকে কোনো নাটকীয়তা নেইদর্শক ধরে রাখার কোনো কৌশল দেখা যায় না এসব নির্মাতার কাজেফলে এভাবে কাজ হওয়ায় আমাদের টিভি দর্শকদের মাঝে এই ধারাবাহিক কোনো রকম আকর্ষণ জাগাতে পারছে নাআর তাই ভিনদেশি কাজের প্রতি এক ধরনের দুর্বলতা থেকেই তারা ভারতীয় চ্যানেলে পাড়ি জমায়এভাবে দিন দিন চলার কারণে দেশীয় টিভি ধারাবাহিকগুলো দর্শকশূন্য হয়ে পড়েছেযদিও আমাদের নির্মাতাদের অনেকে জোর গলায় বলে থাকেন, আমাদের নাটক টিআরপিতে এক নম্বরে রয়েছেএই একই কথা যখন একই সময়ে বিভিন্ন চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিকের নির্মাতারা বলে থাকেনতখন সেই কথার যথার্থতা আর খুঁজে পাওয়া যায় নাএকশ্রেণীর নির্মাতার কারণে আমাদের ধারাবাহিকগুলো ক্রমেই আমাদের সংস্কৃতির মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেএমন পরিস্থিতিতেও সত্যিকার অর্থেই যারা নাটককে ভালোবাসেন, নাটকই যাদের মন-প্রাণসেসব নির্মাতা মানসম্পন্ন যে ধারাবাহিক নির্মাণ করে থাকেন, তা দর্শকপ্রিয়তাও পেয়ে যাচ্ছেতবে তাদের মধ্যে এক শ্রেণী ভালো কাজ জানার পরও অতিরিক্ত মুনাফালোভী হওয়ায় নিজের কাজ দিয়ে দর্শকপ্রিয়তার আলো জ্বালতে পারছেন নাআমাদের টিভি ধারাবাহিক কেন দর্শক টানতে পারছে নাএটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছেএ প্রসঙ্গে খ্যাতিমান নির্মাতা সাইদুল আনাম টুটুল বললেন, ‘আগে আমরা ধীরে সুস্থে কাজ করতামএকটি ধারাবাহিকের শুটিংয়ের আগে সুন্দর একটা ডিজাইন করতাম কীভাবে কাজটি করবএরপর অভিনয় শিল্পীদের নিয়ে বসতামরিহার্সেল হতোশিল্পীরাও চেষ্টা করতেন ভালো কিছু করারকিন্তু এখন সেটা হয় নাএখন একজন অভিনয় শিল্পীকে কাজের ১৫ দিন আগে স্ক্রিপ্ট পাঠালেও তিনি ঠিকমত স্ক্রিপ্ট পড়েন নাদেখা যায়, শুটিং স্পটে এসে স্ক্রিপ্টে চোখ বুলিয়েই অভিনয় শুরু করেএতে করে তো তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় নাদেখা গেল, একজন আর্টিস্টকে আগে বলে দেয়া হলো, আপনাকে এই এই পোশাক আনতে হবেকিন্তু শুটিংয়ে দেখা যায় সে কিছু আনেনিএভাবে কাজ হলে তা দর্শকদের ভালো লাগবে কী করেআর একজন নির্মাতা ভালো কাজ করতে চাইলেও সম্ভব হয় না অনেক সময়কারণ, বাজেটের বেশিরভাগ টাকা তো অভিনয় শিল্পীদেরই দেয়া লাগেনির্মাতার ভালো পারিশ্রমিকের বিষয়টি নিশ্চিত করা না গেলে ভালো কাজ তিনি করবেন কী করেতবে অনেক সময় নির্মাতার নানা গাফিলতির কারণেও কাজটি মানহীন হয়আমি আমাদের কিছু কিছু ধারাবাহিক দেখতে বসলেই বিরক্তি অনুভব করিনাটকে গল্পের আগামাথা পাওয়া যায় নাসংলাপে গভীরতা নেইহাসির কোনো বিষয়কে এমনভাবে উপস্থাপন করা হয়যা খেলো মনে হয়ভারতীয় সিরিয়ালে দেশীয় দর্শকদের আসক্তির কারণ উল্লেখ করে সাইদুল আনাম টুটুল আরও বলেন, ‘ভারতীয় সব সিরিয়াল যে ভালো তা নয়কিছু কিছু সিরিয়ালে অনেক গাঁজাখুরি বিষয়বস্তুও দেখা যায়ওরা অনেক নেতিবাচক বিষয়বস্তু নিয়ে কাজ করে, যা আমরা দেখাতে পারি নাআমাদের সমাজ, চ্যানেলগুলো তা গ্রহণ করবে নাআসলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের স্বাভাবিকভাবেই বেশি আকর্ষণ থাকেআমাদের নাটকে আমরা সেই বিষয়গুলো তুলে ধরা থেকে বিরত থাকি

 

নিউজরুম

 

শেয়ার করুন