কৃষিজমিতে ইটের ভাটা

0
188
Print Friendly, PDF & Email

কৃষি ডেস্ক( ফেব্রুয়ারী): জেলার পলাশ উপজেলায় কৃষক লীগ নেতার মাধ্যমে এলাকার কৃষকদের কৃষিজমি নষ্ট করে জোরপূর্বক ইটভাটা তৈরির অভিযোগ পাওয়া গেছে
জানা গেছে, বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের পলাশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক রোমানের নেতৃত্বে একই উপজেলার চরসিন্দুর ইউনিয়নের কৃষিসমৃদ্ধ এলাকা দক্ষিণ দেওড়ায় দীর্ঘদিন ধরে এফটিসি নামে একটি ইটাভাটা চলে আসছেএই ইটভাটা করার সময় এলাকার কৃষকদের বিভিন্ন ভয়ভীতি আর মামলা-হামলার ভয় দেখিয়ে জমি সংগ্রহ করেন এই কৃষকলীগ নেতাএর ফলে এলাকায় এখন ফসলের উত্পাদন আগের চেয়ে অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন এলাকার কৃষকশুধু তাই নয়, এলাকার পরিবেশ একপর্যায়ে জনসাধারণের বসবাসের অযোগ্য হয়ে যাওয়ার পথেএই ইটভাটার সঙ্গে এলাকার কৃষকদের চুক্তিপত্রের মেয়াদ আগামী ২০১৪ সালে শেষ হয়ে যাবে বলে জানা যায়কৃষকদের চুক্তি শেষ হয়ে গেলে এলাকায় আর কোনো ইটভাটা চলতে দেয়া হবে না বলে জানালেন এলাকাবাসীসম্প্রতি এই ইটভাটার মালিকের সঙ্গে চাঁদার টাকাকে কেন্দ্র করে কৃষক লীগের এই নেতার রোষানলে পড়ে এফটিসি নামের এই ইটভাটার মালিকএরই বহিঃপ্রকাশ হিসেবে একই এলাকায় আরেকটি ইটভাটা তৈরির জন্য ইতোমধ্যে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে
জানা যায়, যে জমিগুলোতে ইটভাটা তৈরির চেষ্টা করা হচ্ছে, তাতে দীর্ঘদিন ধরে ধান, গম, শিম, লাউ, গোলআলু, কলাসহ উত্কৃষ্ট মানের ফসল উত্পাদন হয়ে আসছেএলাকার কৃষকরা অভিযোগ করে বলেন, কৃষক লীগ নেতা রোমান আমাদের আবাদি জমি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে দখলে নিয়ে যায়যেসব কৃষক ইটভাটায় জমি দিতে নারাজ তাদের তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর, অপহরণ, গুম এবং মামলা দিয়ে পুলিশের মাধ্যমে হয়রানি করা হবে বলে সে হুমকি দিয়ে আসছেশুধু তাই নয়, এই ইটভাটার কালো ধোঁয়ার কারণে এলাকার মানুষ রোগাক্রান্ত হয়ে পড়েছেইউপি চেয়ারম্যান বজলুল করিম পাঠান বলেন, এটি দেখার বিষয় প্রশাসনেরপ্রশাসন যদি অনুমতি দেয় তাহলে আমরা কী করতে পারি? পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইসহাক বলেন, ইটভাটা তৈরির যে নিয়ম রয়েছে, তা পুরোপুরি মানা হলে তেমন ক্ষতি হয় নাআর একই এলাকায় একাধিক ইটভাটা তৈরি হলে কিছু ক্ষতি তো হবেইএ বিষয়ে জেলা প্রশাসক অফিস সূত্রে জানা যায়, এই এলাকায় ইটভাটা তৈরির জন্য কোনো ধরনের অনুমতি দেয়া হয়নিএই এলাকায় নতুন ইটভাটা তৈরির বিপক্ষে এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে

 

নিউজরুম

 

শেয়ার করুন