তিন দিনের ই-বাণিজ্য মেলা শেষ হচ্ছে

0
178
Print Friendly, PDF & Email

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক( ফেব্রুয়ারী): আজ শনিবার ঢাকার জাতীয় গণগ্রন্থাগার চত্বরে তিন দিনের ই-বাণিজ্য মেলা শেষ হচ্ছেই-কমার্স, ইন্টারনেট বিপণন ও অনলাইনে কেনাকাটাসহ সব ধরনের অনলাইন বাণিজ্য জনপ্রিয় করতে এ মেলার আয়োজন করেছে মাসিক কম্পিউটার জগ এবং সার্বিক তত্ত্বাবধানে আছে ঢাকা জেলা প্রশাসন
বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের পর মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘বর্তমান সরকার দেশের উন্নয়নে তথ্যপ্রযুক্তির বিষয়ে জোর দিচ্ছেজনগণের জীবনমান উন্নয়নে লাগসই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবেপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবেএ কারণে ইতিমধ্যেই সারা দেশে ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র স্থাপন করা হয়েছেই-গভর্ন্যান্স ব্যবস্থার বাস্তবায়ন করা হয়েছেধীরে ধীরে উন্নয়নের হার আরও বাড়বে
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসচিব নজরুল ইসলাম খান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান, ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান, মেলার আহ্বায়ক আবদুল ওয়াহেদসহ অনেকে
মেলায় ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠানগুলো তাদের সেবা ও বিভিন্ন পণ্য প্রদর্শন করছেগত দুই দিনে মেলায় পেমেন্ট গেটওয়ে’, ‘ইনফো গ্রাফিক প্রেজেন্টেশন অব ই-কমার্স’ ‘জনগণের দোরগোড়ায় ই-সেবাশীর্ষক তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়আজ বেলা ১১টায় ইন্টারনেট মার্কেটিং ফর ই-কমার্সও বিকেল তিনটায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে ই-বাণিজ্য: গল্পগাথাশিরোনামে দুটি সেমিনার অনুষ্ঠিত হবেসেমিনার সবার জন্য উন্মুক্তএসবের পাশাপাশি মেলা উপলক্ষে সেবা ও পণ্যে প্রতিষ্ঠানগুলো নানা ছাড় ও উপহার দিচ্ছেমেলা থেকে টেলিটকের থ্রিজি মডেম পাওয়া যাবে দুই হাজার ২৪০ টাকায়মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবেমেলার বিভিন্ন আয়োজনে ইন্টারনেটে www.comjagat.com সরাসরি সম্প্রচার করা হচ্ছেআজও সকাল ১০টা থেকে মেলা রাত আটটা পর্যন্ত চলবে

 

নিউজরুম

 

শেয়ার করুন