বিনোদন ডেস্ক(০৯ ফেব্রুয়ারী): ১১ বছরের পুরোনো এক মামলায় আবারও বিপাকে পড়েছেন বলিউড তারকা সালমান খান।আদালতের মতে, তাঁর বেপরোয়া গাড়ি চালানোর ফলে বিপদ ঘটতে পারে এবং কারও মৃত্যু পর্যন্ত হতে পারে, তা সালমান জানতেন। আদালতের মন্তব্যটি গত বৃহস্পতিবার গণমাধ্যম প্রকাশ্যে নিয়ে আসে। এ ঘটনায় দোষী প্রমাণিত হলে সালমানের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে তীব্রগতিতে সালমানের ল্যান্ডক্রুজার মুম্বাইয়ের বান্দ্রায় রাস্তার ধারে একটি বেকারিতে ধাক্কা মারে। এর ফলে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হন চারজন। আনন্দবাজার অনলাইন।
নিউজরুম