সজল এবার চলচ্চিত্রে অভিনয় করছেন

0
185
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(০৯ ফেব্রুয়ারী: ছোট পর্দার অভিনেতা সজল এবার চলচ্চিত্রে অভিনয় করছেনছবির নাম রানআউটপরিচালক তন্ময় তানসেন
১ ফেব্রুয়ারি সজল এক সাক্ষাকারে প্রথম আলোকে বলেছিলেন, ‘আমিও চলচ্চিত্রে কাজ করবকয়েকজন নির্মাতার সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছেআশা করছি, এ বছরই একসঙ্গে একাধিক ছবিতে অভিনয়ের কথা সবাইকে জানাতে পারব
তখন সজল রানআউট ছবিতে অভিনয়ের খবরটি আপাতত গোপন রাখতে চেয়েছিলেনকিন্তু গত বৃহস্পতিবার তন্ময় তানসেন জানিয়েছেন, এরই মধ্যে সজল সাত দিন শুটিংও করেছেন
ছবির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, অপরাধজগতের গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটিসাধারণ একটি ছেলে পরিস্থিতির শিকার হয়ে অন্ধকারজগতের মানুষের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে
এদিকে ১০ বছর পর আবার গান করছে একসময়ের জনপ্রিয় ব্যান্ড ভাইকিংসরানআউট ছবির ছয়টি গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিক করছে ভাইকিংসদুটি গানে ভাইকিংসের সঙ্গে কণ্ঠ দিচ্ছেন কনা ও এলিটা
ছবিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, মৌসুমী নাগ, রোমানা স্বর্ণা, তানভীর হোসেন প্রমুখ

 

নিউজরুম

 

শেয়ার করুন