বিনোদন ডেস্ক(০৮ ফেব্রুয়ারী): ‘সীমানা চিনিনা আছি শাহবাগে
আমার গীটারও আছে,
বসন্ত আজ বন্ধুরা দেখো
গণদাবী হয়ে বাঁচে’।
বাংলাদেশের সুসময়ে, অসময়ে বন্ধু হয়ে যিনি পাশে দাঁড়ান, তিনি কবীর সুমন।যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগ যখন উত্তাল, সেসময়ে আবারও বন্ধু হয়ে পাশে দাঁড়ালেন সুমন। গিটার হাতে, গান নিয়ে একাত্ম হলেন শাহবাগের তারুণ্যের সঙ্গে। তারুণ্যের সুরে মেলালেন তাঁর সুর।
আজ শুক্রবার নিজ বাড়িতে বসে সুমন শাহবাগের আন্দোলন নিয়ে বেঁধেছেন তাঁর নতুন গান। লাখো জনতার দাবির কথা মনে রেখেই তাঁর গান ‘গণদাবি’। আমাদের পাঠকদের জন্য তুলে দেওয়া হলো গানটি:
গণদাবি
কথা ও সুর: কবীর সুমন
বিমানে উড়তে তিরিশ মিনিট
এতো কাছে তবু দূর
বিলকুল নেই পাসপোর্ট ভিসা
সীমানা চেনেনা সুর।
সীমানা চিনিনা আছি শাহবাগে
আমার গীটারও আছে,
বসন্ত আজ বন্ধুরা দেখো
গণদাবী হয়ে বাঁচে।
বাঁচো গণদাবী, বাঁচো গণদাবী
আসল বিচার চাই,
যার যা পাওনা তাকে সেটা দাও
গণদাবী একটাই।
http://www.kabirsumanonline.com/home/2013/02/08/gonodabi/
নিউজরুম