নিউইয়র্ক: জাতীয় পার্টি আর মহাজোটে নেই বলে দাবি করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে তিনি এ কথা বলেন।এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি আর মহাজোটে নেই। আমরা একা নির্বাচন করব। আর জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। কারণ নির্বাচনের কোনো বিকল্প নেই।’
যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল ব্রেকফাস্ট বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে এসেছেন এরশাদ। ওয়াশিংটন আসার পথে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে যাত্রাবিরতি করেন তিনি।
জন এফ কেনেডি বিমানবন্দরে এরশাদ বলেন, ‘আমরা মনে করি, নির্বাচন কমিশনকে শক্তিশালী ও স্বতন্ত্র করার মাধ্যমে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন সম্ভব।’
আগামী নির্বাচনে আওয়ামী লীগের যেমন জোট আছে, ঠিক তেমনি প্রয়োজনে জাতীয় পার্টির নেতৃত্বেও নির্বাচনী জোট হতে পারে বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। এ প্রসঙ্গে এরশাদ বলেন, ‘এ নিয়ে অনেকেরই আগ্রহ আছে। তবে এসব এখনো আলোচনার পর্যায়ে আছে। কোনো রূপরেখা স্পষ্ট না হওয়া পর্যন্ত এ নিয়ে আমরা মুখ খুলব না।’
মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে কোনো প্রতিক্রিয়া নেই বলে জানিয়েছেন এরশাদ।
ওয়াশিংটনে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক, কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি, পিটার কিং, ইভেক ক্লার্ক, এনডিআইসহ যুক্তরাষ্ট্রের স্থানীয় আইনপ্রণেতা ও সরকারি নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন।
আপলোড,৮ফেব্রুয়ারী) ২০১৩