তৃষ্ণার্ত ভাইয়ের কাছে,কলসী কাঁখে বোন

0
423
Print Friendly, PDF & Email

শাহবাগ,(৮ ফেব্রুয়ারী) : টানা স্লোগানে তৃষ্ণার্ত হয়ে ওঠা মানুষকে পানি পান করাচ্ছেন বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক বোন। কলসী কাঁখে গ্লাস হাতে এগিয়ে যাচ্ছেন একেজন মানুষের কাছে। বোনদের দেওয়া পানিতে গলা ভিজিয়ে নিচ্ছেন তৃষ্ণার্ত ভাই। 
একাত্তরের ঘাতকদের ফাঁসির দাবিতে আন্দোলনরতদের সঙ্গে সংহতি জানিয়ে এভাবে যে যার সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছেন। পানি হাতে বোনরা যেন জানান দিচ্ছেন, তোমাদের এই আন্দোলন থামার নয়। ফাঁসি না হওয়া অবধি শাহবাগ ছেড়ো না। আমরা তোমাদের সঙ্গে আছি। বিকেল ৩টায় শাহবাগের মোড়ে শুরু হয়েছে মহাসমাবেশ। আর এই সমাবেশ ঘিরে এখন উত্তপ্ত শাহবাগ চত্বর।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ক্রমেই উত্তাপ ছড়াচ্ছে শাহবাগের গণজমায়েত। হাজারো মানুষের কণ্ঠে স্লোগান উঠছে, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।

নিউজরুম

শেয়ার করুন