কৃষি ডেস্ক(০৮ ফেব্রুয়ারী): জেলা ট্রাক মালিক গ্রুপ ও জেলা সার সমিতির ডিলারদের মধ্যে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে গত মঙ্গলবার থেকে তিন দিন ধরে অনির্দিষ্টকালের জন্য আট জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে কারখানার কমান্ড এরিয়াভুক্ত ব্রাণবাড়িয়া, কুমিল্লা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চাঁদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলায় ৭৭৪ জন ডিলারের মধ্যে সার সরবরাহ বন্ধ রয়েছে। সার সরবরাহ বন্ধ থাকায় আট জেলায় সার সঙ্কটের আশঙ্কা করছেন সার ব্যবসায়ীরা। সার সরবরাহ বন্ধ থাকায় কারখানার প্রধান গেটের সামনে আটকা পড়েছে কয়েক শ’ ট্রাক। এ দিকে স্থানীয় প্রশাসনের প থেকে অন্তত পাঁচবার বিষয়টি নিয়ে সমঝোতা করার চেষ্টা করা হলেও বিষয়টির সমাধান করতে পারেনি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, ট্রাক মালিক সমিতি ও জেলা সার সমিতির সাথে বেশ কয়েকবার সমঝোতা বৈঠক করে বিষয়টি সুরাহা করা যায়নি।
আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন (প্রশাসন) জানান, ব্রাণবাড়িয়া জেলা সার সমিতি ও ট্রাক মালিক গ্র“পের মধ্যে বিরোধের জের ধরে গত মঙ্গলবার থেকে তিন দিন ধরে আশুগঞ্জ সার কারখানা থেকে কমান্ড এরিয়াভুক্ত আট জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। এ বিষয়টি সমঝোতার জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। প্রতিদিন আশুগঞ্জ সার কারখানা থেকে প্রায় এক হাজার ৫০০ মেট্রিক টন ইউরিয়া সার কমান্ড এরিয়াভুক্ত বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।কিন্তু দুই সমিতির দ্বন্দ্বের কারণে সার সরবরাহ বন্ধ রয়েছে।
ব্রাণবাড়িয়া জেলা সার সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জানান, দীর্ঘ দিন ধরে ডিলারদের ইচ্ছা অনুযায়ী ট্রাক ভাড়া করে সার পরিবহন করা হতো। কিন্তু ট্রাক মালিক সমিতির লোকজন ট্রাক দিয়ে সিরিয়ালের মাধ্যমে সার পরিবহন করতে চাচ্ছে। এ বিষয়টি আমরা মেনে না নেয়ায় ট্রাক মালিকেরা সার পরিবহন বন্ধ করে দিয়েছেন। সার সরবরাহ বন্ধ থাকায় এখন পর্যন্ত জানুয়ারি মাসের সার উত্তোলন করতে পারেননি ডিলাররা।
ব্রাণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্র“পের আহ্বায়ক মিলন শাহ জানান, স্থানীয় প্রশাসন ট্রাকের সিরিয়াল অনুযায়ী সার পরিবহন করার জন্য ডিলারদের বলা হলেও তারা তাদের ইচ্ছা অনুযায়ী সার পরিবহনের জন্য চাপ দিচ্ছেন। এ জন্য আমরা সার পরিবহন বন্ধ করে দিয়েছি।
নিউজরুম