কৃষি ডেস্ক(০৮ ফেব্রুয়ারী): সরকারি উদ্যোগে বীজ সরবরাহ ও সেচের সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে ডিসট্রিক্ট পাবলিক পলিসি ফোরাম (লোকমোর্চা) রাজশাহী জেলা শাখা। জাতীয় কনভেনশন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লোকমোর্চার রাজশাহী জেলা শাখার সভাপতি জামাত খান, সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, পরিচালক আবদুল মজিদ, পবা উপজেলা শাখার সভাপতি আলাউদ্দিন আল আজাদ, কার্যনির্বাহী সদস্য সেলিনা বেগম, মণি ঘোষ ও সৈয়দ খালেকুজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ময়েজ উদ্দিন।
লিখিত বক্তব্যে বলা হয়, কৃষকদের আধুনিক চাষাবাদ, জৈব সার তৈরি, কীটনাশক ব্যবহারের মাত্রা সম্পর্কে ধারণা ও গুঁটি সার ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। এসব সমস্যা দূর করার জন্য ১৮ দফা সুপারিশ উপস্থাপন করা হয়েছে।
উল্লেখযোগ্য সুপারিশগুলো হচ্ছে, সরকারি উদ্যোগে বীজ সরবরাহ ও সেচের সুবিধা নিশ্চিত করা, সহজ শর্তে ও কম সুদে কৃষিসহ সব ব্যাংক থেকে প্রান্তিক কৃষকদের ঋণ পাওয়া নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ৯ ও ১০ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় তাদের জাতীয় কনভেনশনে রাজশাহীর এই সমস্যা ও সুপারিশগুলো তুলে ধরা হবে।
নিউজরুম