বাউবি-র ফল প্রকাশ

0
214
Print Friendly, PDF & Email

শিক্ষা ডেস্ক(০৮ ফেব্রুয়ারী): উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন ২০১১ সালের এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের (চূড়ান্ত) ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছেএতে গড় পাসের হার ৫৮ দশমিক ৫০ শতাংশ
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট শিক্ষার্থী ছিল দুই লাখ এক হাজার ৬৭৫ জনএর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় (দ্বিতীয় বর্ষ) অংশগ্রহণকারী ৮১ হাজার ৭৩ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫২ হাজার ৪৪২ জন
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১২ জন এ প্লাসপেয়েছেনঅবশিষ্ট শিক্ষার্থীদের মধ্যে এক হাজার ৯৯৫ জন ’, নয় হাজার ২৯ জন এ মাইনাস’, ১৭ হাজার ৯৪৩ জনবি’, ২২ হাজার ৪০৬ জন সিএবং এক হাজার ৫৭ জন শিক্ষার্থী ডিগ্রেড পেয়েছেনউত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২৯ হাজার ১৫২ জন ছাত্র ও ২৩ হাজার ২৯০ জন ছাত্রী

 

নিউজরুম

 

শেয়ার করুন