আশায় গুঁড়েবালি

0
160
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(০৮ ফেব্রুয়ারী): কপাল পুড়ল বোটোক্স নামের এক প্রসাধনসামগ্রীর প্রতিষ্ঠানেরপ্রতিষ্ঠানটি হয়তো আশা করেছিল, কদিন বাদে নিকোল কিডম্যানের বরাত দিয়ে তারা একটি দারুণ বিজ্ঞাপন করতে পারবেকিন্তু সে আশায় গুঁড়েবালি!
মুখে বলিরেখা দেখা দিয়েছিল নিকোল কিডম্যানেরতাই তিনি দ্বারস্থ হয়েছিলেন বোটোক্স কসমেটিকসেরনিয়েছিলেন বলিরেখা নির্মূলকারী ইনজেকশনকিন্তু আশানুরূপ ফল না পেয়ে ভীষণ বিরক্ত এই তারকা
সংবাদমাধ্যমের কাছে সরাসরি নিকোল কিডম্যান বললেন, ‘কোনো রকম অস্ত্রোপচার নয়; বোটোক্স দিয়ে চেষ্টা করেছিলামদুর্ভাগ্যবশত কাজ হয়নিবাদ দিয়েছি এসব চিকিত্সাশেষমেশ আবার আগের চেহারা নিয়েই থাকতে চাইএএনআই

 

নিউজরুম

 

শেয়ার করুন