স্পোর্টস ডেস্ক(০৮ ফেব্রুয়ারী): গেল বছরজুড়ে অপরাজিত আর্জেন্টিনা। বার্সেলোনার লায়নেল মেসির আর্জেন্টিনার হয়েও চোখ ধাঁধানো ফুটবলশৈলীতে ভর দিয়ে। নতুন বছরের ম্যাচেও অসাধারণ খেলল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নেরা। প্রতিপক্ষ হিসেবে মোটেও কম যায় না সুইডেন। ইব্রাহিমোভিচের মতো দুর্দান্ত স্ট্রাইকারও রয়েছে দলটিতে।এর ওপর গেল বছরের শেষ ভাগে জার্মানির বিপক্ষে চার গোলে পিছিয়ে পড়ার পরও ড্র নিয়ে মাঠ ছাড়া অদম্য সুইডিশদের হারানোটা অত্যন্ত কঠিন কাজ। তা-ও আবার তাদেরই দর্শকদের সামনে রেখে। তবে মেসির আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ে যে খেলাটা খেলছে তাতে নির্ভার ছিলেন দিয়েগো ম্যারাডোনার দেশের অগণিত ভক্ত।তাদের আত্মবিশ্বাসের শতভাগ প্রতিদান মাঠের নৈপুণ্যেই দিলেন মেসি-অ্যাগুয়েরো ও হিগুয়েন। প্রথমার্ধের ২০ মিনিটের বিধ্বংসী স্পেলের দলীয় ফুটবলে উড়িয়ে দিলেন সুইডেনকে। ফলে বুধবার রাতে প্রীতি ম্যাচে স্টকহোমের ফ্রেন্ডস অ্যারিনাতে প্রথমবারের মতো হারের স্বাদও পেল স্বাগতিকেরা। ৩-২ গোলের জয়ে নতুন বছরও ওই অপরাজিতের রেকর্ড ধরে রেখে শুরু আর্জেন্টিনা।
ম্যাচে কোনো গোল পাননি লায়নেল মেসি। এরপরও জিততে সমস্যা হলো না তার দলের। প্রথমার্ধের ২০ মিনিটের মধ্যে দারুণ ফর্মে থাকা ম্যানসিটি স্ট্রাইকার অ্যাগুয়েরো ও হিগুয়েনের ম্যাজিকে ৩-১ এ এগিয়ে যায় আর্জেন্টিনা। অন্য গোলটি আত্মঘাতী। তৃতীয় মিনিটে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার হিগুয়েনের শট বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই বল ঠেলে দিলেন মিচেল লুসটিং। যদিও বেশিক্ষণ ওই লিড ধরে রাখতে পারল না সফরকারীরা।স্টেডিয়ামভর্তি স্বাগতিক দর্শক প্রেরণা কাজে লাগিয়ে ১৮ মিনিটে সমতায় ফিরল সুইডেন।
কর্নার থেকে ভেসে আসা বলে তীব্র হেডে গোল করলেন ওলসেন।পরের পাঁচ মিনিটের মধ্যে স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দিলেন হিগুয়েন ও সার্জিও অ্যাগুয়েরো। ডি-মারিয়ার থ্রু বলে পা ছুইয়ে ১৯ মিনিটে অ্যাগুয়েরো আবারো আর্জেন্টিনাকে ২-১ গোলে এগিয়ে নিলেন। এক মিনিট বিরতি দিয়ে এবার দৃশ্যপটে লায়নেল মেসি। এ দিন ফেবারিট পজিশন সেন্ট্রাল স্ট্রাইকারের ভূমিকা নেননি তিনি। এরপরও ২৩ মিনিটে প্রায় গোল পেয়েই যেতে বসলেন? কিন্তু ডি-বক্সের বাইরে তার নেয়া শট চমৎকার দক্ষতার সাথে রুখে দিলেন স্ইুডেনের গোলরক্ষক। যদিও ফিরতি বলে হিগুয়েনের নেয়া শট আর রুখতে পারলেন না। ম্যাচের বাকি সময়ে ব্যবধান বাড়ানোর বেশ ক’টি সুযোগ পেল আর্জেন্টিনা। কিন্তু অ্যাগুয়েরো-হিগুয়েনের মিস মহড়ায় তা হয়নি। উল্টো ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে রাসমুসের গোলে পরাজয়ের ব্যবধান ৩-২ এ নামিয়ে মাঠ ছাড়ল স্বাগতিকেরা। ইন্টারনেট।
নিউজরুম