রোনালদিনহোর প্রত্যাবর্তন ঢাকা পড়ল হতাশায়

0
182
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(০৮ ফেব্রুয়ারী): তাঁর জন্য মঞ্চটা প্রস্তুত ছিলএক বছর পর দলে ফেরাটা উদ্যাপন করতে পারতেন গোল করেসহজতম সুযোগও পেয়েছিলেন, কিন্তু যে শট নিলেন পেনাল্টিতে, সেটা হয়তো পাড়াতো গোলরক্ষকও ঠেকিয়ে দিতএ সময়ের অন্যতম সেরা জো হার্ট রুখে দিলেন সহজেইরোনালদিনহোর প্রত্যাবর্তন ঢাকা পড়ল হতাশায়দলে ফেরাটাকেই বরং প্রশ্নবিদ্ধ করে হলুদ জার্সিতে নিজের ক্যারিয়ারের সম্ভাবনাকে আরও ঝাপসা করে তুললেন
ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচটাও হলো রোনালদিনহোর মতোইওয়েইন রুনি ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোলে জিতল ইংল্যান্ড (২-১)ইংল্যান্ডের বিপক্ষে এই হার অচেনা এক স্বাদই দিল ব্রাজিলকেইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিল যে জিতল ২৩ বছর পর! ফুটবলকে আজকের এই ভুবনজয়ী রূপে তুলে আনতে ইংলিশ ফুটবল সংস্থার (এফএ) অনেক বড় অবদানসেই এফএরই ১৫০ বছর পূর্তি উপলক্ষে ওয়েম্বলিতে এই প্রীতি ম্যাচপাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলকে হারিয়েই উপলক্ষটি স্মরণীয় করে রাখল স্টিভেন জেরার্ডের দল
১৯ মিনিটে রোনালদিনহোর পেনাল্টি মিসের সাত মিনিটের মধ্যেই ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন ওয়েইন রুনিদ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ফ্রেড সমতা আনেনদ্বিতীয়ার্ধের শুরুর এই মিনিট দশেকই ব্রাজিলকে লেগেছিল ব্রাজিলের মতোএর মধ্যে ফ্রেডেরই আরেকটি শট লেগেছিল পোস্টেকিন্তু এ ছাড়া বাকি ম্যাচে ব্রাজিল ছিল ছন্নছাড়া, বিবর্ণআর তাতে প্রত্যাবর্তনের ম্যাচে লুইস ফেলিপে স্কলারির এই বোধোদয় না হয়ে পারেই না যে সামনে অনেক কাজ করতে হবে তাঁকে
ল্যাম্পার্ডের গোলে জিতলেও ইংলিশ মিডিয়া ইংল্যান্ডের নায়কের আসনে বসিয়েছে জ্যাক উইলশেয়ারকেজেরার্ডের সঙ্গে জুটি গড়ে মাঝমাঠে দারুণ খেলেছেন আর্সেনাল মিডফিল্ডারভালো অবশ্যই খেলেছেন, তবে ইংলিশ মিডিয়া স্বভাবসুলভ কায়দায় শুরু করেছে তাঁকে নিয়ে মাতামাতিমিডিয়ার চোখে উইলশেয়ার ব্রাজিলিয়ানদের চেয়েও বেশি ব্রাজিলিয়ান১৯৬৬ সালের পর থেকেই শিরোপা-বুভুক্ষু ইংলিশদের বড় ভরসাও এখন এই ২১ বছর বয়সী!
ইংলিশ মিডিয়ার এই চরিত্রটি ভালো করে জানেন বলেই তরুণ মিডফিল্ডারকে যথাসম্ভব আড়ালে রাখার চেষ্টা করেছেন রয় হজসনতবে ইংল্যান্ড কোচ ম্যাচ শেষে বলেছেন, ‘আমি ওকে চাপ থেকে রক্ষা করার চেষ্টা করেছিতবে এখন মনে হচ্ছে, তার আর দরকার নেইআপনারা সাংবাদিকেরা যত খুশি ওর ওপর চাপের পাহাড় চাপিয়ে দিনমনে হচ্ছে না এতে ওর কোনো সমস্যা হবেযতক্ষণ পর্যন্ত এ নিয়ে ওর কোনো আপত্তি নেই, আমিই-বা উদ্বিগ্ন হব কেন?’
ব্রাজিলিয়ান মিডিয়া রোনালদিনহোর পেনাল্টি মিসের চেয়েও বিস্মিত তাঁকে দলে নেওয়ায়তাদের প্রশ্ন, এই বুড়ো ঘোড়াকে কেন পেনাল্টি নিতে দেওয়া হলো? বেশ কিছুদিন ধরে নেইমারই পেনাল্টি নেনপরশু ম্যাচের রিপ্লেও দেখিয়েছে, রোনালদিনহো স্পটে বল বসানোর পর পরই নেইমার এগিয়ে এসে কী যেন বলতে চাইলেনতবে রোনালদিনহোর মতো সিনিয়র যখন এই দায়িত্ব নিচ্ছেন, নিজের দাবিটা হয়তো আর জানানোর প্রয়োজন মনে করেননিবিরক্ত হয়ে প্রথমার্ধ শেষেই রোনালদিনহোকে তুলে নেন স্কলারিপরে বলেছেন, ‘এটাই ঠিক ছিল নেইমার পেনাল্টি নেবেকিন্তু ওই সময় সে শিন প্যাড পাল্টাচ্ছিল কিংবা কী যেন করছিলরোনালদিনহো বলটা নিয়ে নিয়েছিলওর মতো অভিজ্ঞ এবং ওর মাপের কোনো খেলোয়াড়কে সরিয়ে কেই-বা পেনাল্টি নেবে?’
তবে পরাজয়ে খুব হতাশও নন স্কলারিঅতীতের অভিজ্ঞতা থেকে বলেছেন, শুরুটা এমন হার দিয়ে করে জয়ে শেষ টানতেই তিনি অভ্যস্ত! এএফপি, রয়টার্স

 

নিউজরুম

 

শেয়ার করুন