মুন্সীগঞ্জ, (৮ফেব্রুয়ারী) : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানির চর এলাকায় মেঘনা নদীতে এমভি সারশ নামে একটি লঞ্চ ডুবে অর্ধশতাধিক যাত্রী নিখোঁজ হয়েছে।
শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে বালুবাহী বলগেটের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে নারায়নগঞ্জ থেকে চাঁদপুরের কালীপুরাগামী লঞ্চটি ডুবে যায়।
এসময় পাশের বালু মহালের লোকজন ট্রলার ও সি-বোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৫/২০ জনের মতো যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর ডুবুরিরা নিখোঁজ যাত্রী ও লঞ্চটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এদিকে, বলগেটটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।