রায়ের সমালোচকরা জ্ঞানপাপী: হানিফ

0
152
Print Friendly, PDF & Email

ঢাকা,(৭ ফেব্রুয়ারী) : আব্দুল কাদের মোল্লার রায়ের সমালোচনাকারীদের ‘জ্ঞানপাপী’ আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সেক্টর কমান্ডারস ফোরামের এক অনুষ্ঠানে সংহতি প্রকাশ করতে এসে তিনি এ আখ্যা দেন।

তিনি বলেন, “যারা রায় নিয়ে এখন সমালোচনা করছেন তারা এতোদিন কোথায় ছিলেন। এ আন্দোলনে তাদের কখনো দেখা যায় নি।”

সমালোচনাকারীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “এ রায়কে যারা সমঝোতা বলে চালাতে চাচ্ছেন, তারা মহা জ্ঞানপাপী।”

হানিফ বলেন, “আওয়ামী লীগ কখনো সমঝোতার রাজনীতি করেনি বলেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলো। স্বাধীনতার দীর্ঘ ৪০বছর পর আমরাই এ বিচার শুরু করেছি। ইতোমধ্যে অপরাধীদের রায় ঘোষণা শুরু হয়েছে।”

তিনি আরো বলেন, “দীর্ঘ সময় কেউ এ বিষয় নিয়ে কথা বলেনি। যারা আজ এ রায়ের সমালোচনা করছে তাদের ৪০ বছর দেখা যায়নি।”

হানিফ বলেন, “তারা আজ সমালোচনা করে টিভির পর্দা ফাটাচ্ছেন।” দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “যতই ষড়যন্ত্র হোক, যুদ্ধাপরাধীদের বিচার এদেশের মাটিতে হবেই হবে। জাতিকে অভিশাপ মুক্ত করার দায়িত্ব আওয়ামী লীগ নিয়েছে এবং তা করবে।”

নিউজরুম

শেয়ার করুন