চট্টগ্রাম,(৭ফেব্রুয়ারী) : বৃহত্তর চট্টগ্রামে আগামী শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াত। বৃহস্পতিবার বিকেলে এ হরতাল আহবান করা হয়।
চট্টগ্রামে চার নেতাকর্মী হত্যার প্রতিবাদে সমাবেশের অনুমতি না দেয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেয়া ও জামায়াতের সহকারী জেনারেল সেক্রেটারী কাদের মোল্লার যাবজ্জীবন কারাদেন্ডাদেশ বাতিলের দাবিতে এ হরতালের ডাক দেয়া হয়।
জামায়াতের চট্টগ্রাম নগর শাখার প্রচার সম্পাদক মোহাম্মদউল্লাহ বলেন,‘মঙ্গলবারর হরতালে জামায়াত-শিবিরের চার নেতা-কর্মী নিহত হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে নগরীর আন্দরকিল্লা মোড়ে সমাবেশ আহ্বান করা হয়। কিন্তু পুলিশ আমাদের সমাবেশ করার অনুমতি দেয়নি।‘ তাই আগামী শনিবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
নিউজরুম