চাটমোহর আগুনে, ২০ লাখ টাকার ক্ষতি

0
251
Print Friendly, PDF & Email

পাবনা, (৭ফেব্রুয়ারী) : পাবনার চাটমোহরে অগ্নিকাণ্ডে একটি ধান-চালের মিল ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই এলাকার মিন্টু কুণ্ডুর ধান-চালের মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনীর সদস্যরা।

অগ্নিকাণ্ডে মিল ও গোডাউন ঘর, মিলের যন্ত্রাংশ, ধান, চাল সবকিছু পুড়ে অন্তত: ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিন্টু কুণ্ডু।

নিউজরুম

শেয়ার করুন