ঢাকা,(৭ ফেব্রুয়ারী) : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিবন্ধ সমর্থন করায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও দেশদ্রোহী বললেন পরিবেশ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘‘একজন আদর্শিক রাজনীতিক হিসেবে ফখরুল এই নিবন্ধ সমর্থন করতে পারেন না।’’
তিনি বলেন, ‘‘আমরা আশা করেছিলাম তিনি জেল থেকে বের হয়ে নিবন্ধের বিপক্ষে বলবেন, অথচ করলেন উল্টোটা।’’
অবিলম্বে খালেদা জিয়া ও মির্জা ফখরুলকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান পরিবেশ মন্ত্রী।
কাদের মোল্লার রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘‘রায় আওয়ামী লীগ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি। যদিও এটা ট্রাইব্যুনালের এখতিয়ার, সরকারের করার কিছুই নেই।’’
তিনি বলেন, ‘‘তরুণ প্রজন্ম যে আন্দোলন শুর করেছে আমরা তার প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছি।’’ কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ ও ঘাতক-দালাল-যুদ্ধাপরাধী নির্মূল সংসদ এই মানববন্ধন আয়োজন করে।
বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
নিউজরুম