ময়মনসিংহে সুলতান হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

0
298
Print Friendly, PDF & Email

ময়মনসিংহ,(৭ফেব্রুয়ারী) : ময়মনসিংহে চাঞ্চল্যকর সুলতান মীর হত্যা মামলায় ৪ জনের ফাঁসি ও ৩ জনকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর করে সশ্র্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ দায়রা জজ আদালতের বিচারক মো. হুমায়ুন কবীর এ রায় দেন। এ রায়ের পরেই আদালতের কাঠগড়ায় উপস্থিত ফাঁসির আদেশপ্রাপ্তরা কান্নায় ভেঙে পড়েন।

ফাঁসির আদেশ প্রাপ্তরা হলেন-ময়মনসিংহ শহরের গোহাইলকান্দি মীরবাড়ি এলাকার রফিক মিয়ার ছেলে রকিব, নজরুল কাসারের ছেলে কাঞ্চন ও প্রয়াত আব্দুস সোবহান ওরফে পঁচা মুন্সির ছেলে ভু্ট্টো ও তমজিত। এর মধ্যে ভু্ট্টো ও তমজিত দুই ভাই।

১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্তরা হলেন-পারুল, তাসলী ও মিনা বেগম।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহ শহরের গোহাইলকান্দি মীরবাড়ি এলাকায় ৫’শ টাকার জাল নোটের ভাংতি দেওয়াকে কেন্দ্র করে ফাঁসির আদেশপ্রাপ্তদের হাতে খুন হন একই এলাকার সুলতান মুন্সী।

পরে সুলতান মুন্সীর মা কুলসুম বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার ওই ৪ জনকে ফাঁসি ও ৩ জনকে ১ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর শেখ আবুল হাশেম ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন আলিম উদ্দিন।

নিউজরুম

শেয়ার করুন