প্রাইভেট নির্মাতাপ্রতিষ্ঠানর এখন ডেল

0
414
Print Friendly, PDF & Email

কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান ডেলের প্রাইভেট বা ব্যক্তিমালিকানাধীনপ্রতিষ্ঠান হওয়ার কাজ প্রায় চূড়ান্তআর্থিক সংকটে পড়া ডেলকে লাভের ধারায়ফেরাতে এগিয়ে এসেছেন ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল, সফটওয়্যারনির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট ও আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিলভারলেকডেলকে প্রাইভেট প্রতিষ্ঠান করতে দুই হাজার ৪৪০ কোটি ডলার বিনিয়োগেরচুক্তি হচ্ছেখবর বার্তা সংস্থা রয়টার্সের
শেয়ারবাজারে থাকা বিনিয়োগকারীদের অধিকাংশ অনুমতি দিলে তবেই প্রাইভেটকোম্পানি হিসেবে ডেলের এ চুক্তি সম্পন্ন হতে পারেআর এ চুক্তি হলে ২৪ বছরধরে শেয়ারবাজারে থাকা প্রতিষ্ঠানটি ব্যক্তিমালিকানাধীনে চলে যাবে
যদিও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হওয়ার পর ডেল নিয়ে কী ধরনের পরিকল্পনাকরবেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি মাইকেল ডেলতবেপ্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ডেলের মূল ব্যবসা কম্পিউটার ওসফটওয়্যারের দিকে নজর দেবেন তিনি
১৯৮৪ সালের ৪ নভেম্বর ডেল প্রতিষ্ঠা করেছিলেন মাইকেল ডেলনিজের জমানো একহাজার ডলার মূলধন বিনিয়োগ করে এ প্রতিষ্ঠানটি দাঁড় করানোর পর নিজের নামেইপ্রতিষ্ঠানটির নামকরণ করেছিলেন তিনিমাত্র ২৪ বছর বয়সে প্রতিষ্ঠানটিরপ্রধান নির্বাহী হিসেবে কাজ শুরু করে এক দশকের মধ্যেই বিশ্বের অন্যতমকম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান হিসেবে তিনি ডেলকে দাঁড় করিয়েছিলেন
ডেস্কটপ, নোটবুক, সার্ভারসহ নানা পণ্য তৈরি করে কম্পিউটারতবেপ্রতিযোগিতার এ যুগে অন্যান্য প্রতিষ্ঠান থেকে ক্রমশ পিছিয়ে পড়ছিল ডেল

নিউজরুম

 

 

শেয়ার করুন