বিনোদন ডেস্ক(০৬ ফেব্রুয়ারী): ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘দো অর দো পাঁচ’ ছবিতে ‘বিজয়রাম’ চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। এবার ছবিটির রিমেকে একই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অমিতাভ পুত্র অভিষেক বচ্চন।
‘দো অর দো পাঁচ’ মুক্তি পাওয়ার ৩৩ বছর পর ছবিটির রিমেক তৈরির কাজ হাতে নিয়েছেন ‘হাম তুম’খ্যাত বলিউডের চিত্র নির্মাতা, কাহিনিকার ও প্রযোজক কুনাল কোহলি। তাঁর প্রযোজনায় ছবিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অক্ষয় পুরী। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে জিনিউজব্যুরো।
মূল ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন এবং শশী কাপুর। এবার ছবিটির রিমেকে অমিতাভের চরিত্রে অভিষেক এবং শশী কাপুরের চরিত্রে অভিনয় করবেন ববি দেওল। অবশ্য ছবির প্রধান দুটি নারী চরিত্রে কারা অভিনয় করবেন তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। সবকিছু চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেই জানিয়েছেন কুনাল কোহলি।
নিউজরুম