শাহবাগ,(৭ ফেব্রুয়ারী) : যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে তরুণ প্রজন্মের প্রতিবাদী মঞ্চে সংহতি জানাতে এসে তোপের মুখে পড়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। প্রতিবাদী মঞ্চে সাহারা খাতুন কিছু বলতে ওঠেন। এসময় উপস্থিত ছাত্র-জনতা স্লোগানে স্লোগনে তার বক্তব্য প্রত্যাখ্যান করেন। স্লোগান ওঠে ‘আপোষকারীদের মানি না, মানব না।’
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে শাহবাগ চত্বরে আসেন সাহারা। যখন তিনি বক্তৃতা শুরু করেন, তখন ছাত্রজনতা তুমুল স্লোগানে প্রকম্পিত করে তোলেন শাহবাগ চত্বর। এসময় ছাত্রজনতার কণ্ঠে স্লোগান উঠে “আপোষনামার রায়, মানি না মানবো না”, “রাজাকারের দালালেরা হুঁশিয়ার সাবধান, মিষ্টি কথায় ভুলি না” ইত্যাদি।
একপর্যায়ে সাহারা খাতুন উপস্থিত ছাত্রজনতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শাহবাগ চত্বর থেকে বিদায় নেন।
শাহবাগের এ প্রতিবাদ সমাবেশে সকালে আরো সংহতি জানিয়েছেন সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ভাস্কর রাসা, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুসহ আরো অনেকে।
নিউজরুম