তিউনিসিয়ায় নির্দলীয় সরকার গঠনের ঘোষণা

0
172
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক( ফেব্রুয়ারী): তিউনিসিয়ায় টেকনোক্র্যাটদের নিয়ে একটি নির্দলীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হামাদি জেবালিপরবর্তী পার্লামেন্ট নির্বাচনের আগ পর্যন্ত এ সরকার রাষ্ট্র পরিচালনার কাজ করবেগতকাল বুধবার বিকেলে তিনি এ ঘোষণা দেন বলে বিবিসির অনলাইনের খবরে জানানো হয়

 

আততায়ীর গুলিতে তিউনিসিয়ার বিরোধীদলীয় নেতা শুকরি বেলায়েত নিহত হওয়ার পর গতকাল দেশটির কয়েকটি প্রধান শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েএরই পরিপ্রেক্ষিতে গতকাল টেলিভিশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জেবালি এ ঘোষণা দেন
প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা যোগ্য নাগরিকদের দিয়ে একটি সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছেতিনি বলেন, সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এসব মন্ত্রী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু সীমিত ক্ষমতা ভোগ করবেন

 

বিরোধী পপুলার ফ্রন্ট পার্টির নেতা শুকরি বেলায়েত গতকাল তাঁর বাসভবনের বাইরে গুলিবিদ্ধ হনকে বা কারা তাঁকে হত্যা করেছেতা এখনো পরিষ্কার নয়কোনো গোষ্ঠী তাঁর হত্যার দায় স্বীকার করেনি
হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল হাজারো মানুষ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভ করেছেনএ সময় সরকারকে পদত্যাগের আহ্বান করেন বিক্ষোভকারীরাতাঁরা নতুন করে বিপ্লবের ডাক দিয়েছেন
রাজধানী তিউনিসে গতকাল পুলিশের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন ছাড়া ৪৬ বছর বয়সী এক ব্যক্তি বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়
আজ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে পপুলার ফ্রন্ট

 

নিউজরুম

 

শেয়ার করুন