দু’মাসের আগাম জামিন পেয়েছেন রুহুল কবির রিজভী

0
153
Print Friendly, PDF & Email

 

ঢাকা,(৭ ফেব্রুয়ারী) : অবরোধের সময় পল্টন থানায় দায়ের করা মামলায় দু’মাসের আগাম জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ জামিন দেন।

 

 

রিজভীর পক্ষে শুনানিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ। এর আগে দীর্ঘদিন স্বেচ্ছা অবরুদ্ধ থাকার পর বৃহস্পতিবার জামিনের জন্য হাইকোর্টে যান রিজভী। অবস্থান নেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে।
উল্লেখ্য, রিজভী পুলিশের হাতে আটক হওয়া থেকে রক্ষা পেতে গত ৮ ডিসেম্বর থেকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছা অবরুদ্ধ ছিলেন।

সম্প্রতি একই মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রসঙ্গত, ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের ডাকা অবরোধে গাড়ি ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাধা ও বিস্ফোরক আইনে রাজধানীতে ৩৭টি মামলা দায়ের করা হয়।

নিউজরুম

শেয়ার করুন