অ্যাপল কম্পিউটারের অনলাইন দোকান

0
168
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(০৭ ফেব্রুয়ারী): অ্যাপল কম্পিউটারের অনলাইন দোকান অ্যাপ স্টোর থেকে অ্যাপস নামানোর (ডাউনলোড) সংখ্যা চার হাজার কোটি ছাড়িয়েছে২০০৮ সালে অ্যাপলের অ্যাপ নামানোর এ স্টোর চালু হয়গত বছরেই অ্যাপ নামানোর সংখ্যা দুই হাজার কোটি ছাড়িয়েছিলএর মধ্যে শুধু ডিসেম্বর মাসেই ২০০ কোটির বেশি অ্যাপস নামানো হয়েছেসম্প্রতি অ্যাপল এ তথ্য প্রকাশ করেতথ্য অনুযায়ী, বর্তমানে অ্যাপস স্টোরে ৫০ কোটি সক্রিয় অ্যাকাউন্ট রয়েছেএ ছাড়া অ্যাপ্লিকেশনের সংখ্যা প্রায় সাত লাখ ৭৫ হাজার
অ্যাপস ডাউনলোড বাড়ার পাশাপাশি লাভবান হচ্ছেন অ্যাপস নির্মাতারাগত চার বছরে শুধু অ্যাপস তৈরি করে ডেভেলপাররা আয় করেছেন ৭০০ কোটি ডলারঅ্যাপলের অপারেটিং সিস্টেমের পাশাপাশি বর্তমানে জনপ্রিয় আরেকটি অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েডগত বছরের মাঝামাঝি অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে দুই হাজার ৫০০ কোটি অ্যাপস ডাউনলোড হয়েছে
অ্যাপস ডাউনলোডের এমন সংখ্যায় আশাবাদী হয়ে উঠেছেন অ্যাপস নির্মাতারাআর শুধু অ্যাপস বানানোর অনেস প্রতিষ্ঠান গড়ে উঠেছে বিশ্ব জুড়েএ অবস্থাকে অ্যাপস নির্মাতাদের জন্য দারুণ বলে মনে করছেন বিশেষজ্ঞরাতাঁদের মতে, এর ফলে দারুণ সব অ্যাপস যেমন তৈরি হবে, তেমনি নির্মাতারাও লাভবান হবেনঅ্যাপল ডট কম অবলম্বনে

 

নিউজরুম

 

শেয়ার করুন