৭ ফেব্রুয়ারি, ২০১৩: (১) চিটাগাং রোডে ইলেকট্রিক স্টিং ব্যাটন দিয়ে পিকেটারদের পেটায় র্যাব;
(২) বগুড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কের তিনমাথায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে ছাত্রশিবির কর্মীরা;
(৩) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসে আগুন দেয় হরতাল সমর্থকেরা; (৪) খুলনায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পিকেটারদের; (৫) রংপুরে নগরীর পর্যটন মোড়ে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে শিবির নেতাকর্মীরা; (৬) রংপুর-দিনাজপুর মহাসড়কের রানীরবন্দরে হরতালের সমর্থনে সমাবেশ;
(৭) কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় টায়ার জ্বালিয়ে শিবির কর্মীদের পিকেটিং এবং
(৮) নোয়াখালীর মাইজদীর প্রধান সড়কে ছাত্রশিবির নেতাকর্মীদের টায়ার জ্বালিয়ে পিকেটিং করে।
নিউজরুম