অ্যাকশন ছবিতে সানি

0
162
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(০৭ ফেব্রুয়ারী): পূজা ভাটের মার্ডার টুর পর সানি লিওন চুক্তিবদ্ধ হয়েছিলেন একতা কাপুরের রাগিণী এমএমএস টু ছবিতেএবার অ্যাকশন ছবিতে অভিনয় করছেন তিনিটিনা অ্যান্ড লোলো নামের এই ছবি পরিচালনা করবেন দেবাং ঢোলাকিয়াএ জন্য সানিকে বিশেষ প্রশিক্ষণ নিতে হবেদেবাং বলেন, এখন সানি অন্যান্য ছবির শুটিংয়ে ব্যস্ত আছেনএগুলো শেষ হলেই তিনি প্রশিক্ষণ নেওয়া শুরু করবেনএই পরিচালকের অন্যান্য ছবির মধ্যে আছে থ্রি নাইটস ফোর ডেজ ও মরেগা সালা
টিনা অ্যান্ড লোলো ছবির শুটিং শুরু হবে আগামী এপ্রিল মাসেমিড-ডে

 

নিউজরুম

 

শেয়ার করুন