আবার অভিনয় শুরু শাণুর

0
353
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(০৬ ফেব্রুয়ারী): শানু (শানারেই দেবী) কোথায় ছিলেন এত দিন? আপনার তো কোনো খবরই নেই!
হ্যাঁপুরো তিন বছর ক্যামেরা থেকে দূরে ছিলামবিয়ে, বাচ্চা, সংসারসবকিছু গুছিয়ে এখন আবার কাজ শুরু করেছি
আপনি লাক্স-চ্যানেল আই সুপারস্টারপ্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলেনএই প্রতিযোগিতার আরও অনেকেই এখন প্রতিষ্ঠিত
এটা আমারই ব্যর্থতাবিয়ের পর সংসারের দিকে একটু বেশি ঝুঁকে পড়িবাচ্চা হওয়ার পর আমার ওজন অনেক বেড়ে যায়ওই চেহারা নিয়ে আমি ক্যামেরার সামনে দাঁড়াতে চাইনিএখন ওজন অনেকটা কমেছেআমার ছেলে ঋতের বয়স দুই বছর হলোএখন আর সমস্যা হচ্ছে না
আপনাদের বিয়েটা আপনার পরিবার কি মেনে নিয়েছে?
না, আমি মণিপুরি মেয়েতিন বছর হলো, আমার পরিবারের কারও সঙ্গে কোনো যোগাযোগ নেইআমি বাইরে বিয়ে করেছি, এটা তারা মেনে নিতে পারেনিসিলেটের লালদীঘির পাড় আমাদের বাসামা-বাবাসবাইকে খুব মিস করি
এবার আপনার অভিনয়ের কথা বলুন
আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে অরণ্য আনোয়ারের কর্তাকাহিনি ধারাবাহিকএই নাটকে আমি আর আজিজুল হাকিম স্বামী-স্ত্রীস্বামীকে নানা কারণে সন্দেহ করি, স্বামীর সঙ্গে ঝগড়া হয়বাস্তবে আমি যা না, নাটকে ঠিক তেমনি একটা চরিত্রে অভিনয় করছি
আর কী কাজ করছেন?
অরণ্য আনোয়ারের বুকে তার চন্দনের ঘ্রাণ, দেবাশীষ বড়ুয়ার ইলেকশন ইলেকশন ও জ্যোতিষরাজ টিপু সুলতান, কাজী আপেল মাহমুদের ছবির হাট এবং আল হাজেনের অলসপু।

 

নিউজরুম

 

শেয়ার করুন