৭ ফেব্রুয়ারি, ২০১৩: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে সাক্ষাৎ পেতে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দু’সপ্তাহের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র গেছেন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের আমন্ত্রণে তিনি মঙ্গলবার রাতে ইকে ৫৮৫ বিমানযোগে ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন।এরশাদের রাজনৈতিক উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার তাঁর সফরসঙ্গী রয়েছেন। আগামী ২১ ফেব্র“য়ারি তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র সফরকালে সাবেক রাষ্ট্রপতি এরশাদ মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করবেন। বিশেষ করে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ারে অংশগ্রহণ করার কথা রয়েছে তাঁর। তিনি মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী রবার্ট বেক, কংগ্রেসম্যান পিটার কিং, জোসেফ ক্রাউলী, ইভাট কার্ক, এফএইচ ফেলিও মেভাইগা, এনডিআই প্রধান শাড়ি ব্রাউন্ড এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময়ে পৃথক বৈঠক করবেন। এছাড়াও পার্টির বিভিন্ন অনুষ্ঠানে এরশাদ প্রধান অতিথির বক্তব্য দিবেন।
হযরত শাহাজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে এরশাদকে বিদায় জানাতে পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, কাজী ফিরোজ রশীদ, এসএমএম আলম, এসএম মান্নান এমপি, সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভুইয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজরুম