‘হরতালে ব্যবসার ক্ষতি হয় না’-বাণিজ্যমন্ত্রী

0
123
Print Friendly, PDF & Email

ব্যবসা ও অর্থনীতিডেস্ক( ফেব্রুয়ারী): হরতাল অর্থনীতির কোনো ক্ষতি করে নাবলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদেরতিনি বলেন, ‘হরতালে ব্যবসার ক্ষতি হয় নাকারখানায় উত্পাদনঅব্যাহত থাকে, খেতখামারে চাষিরা কাজ করেহাজার খানেক গাড়ি চললে হয়তোকয়েকটা ভাঙচুর হয়
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত ১১তমচিটাগাং অ্যাপারেল ফেব্রিক অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোজিশনের (কাপেক্সপো)উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গতকাল বুধবার বাণিজ্যমন্ত্রী এইমন্তব্য করেনতবে তিনি এও বলেন, ‘হরতাল নিয়ে এটি আমার ব্যক্তিগত মতামতআমি বিশ্বাস করি, সব রাজনৈতিক দল দেশের খারাপ চায় না
অনুষ্ঠানে বিশেষঅতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেনএতেআরও বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও প্রথম সহসভাপতিনাসিরউদ্দিন চৌধুরী
গোলাম হোসেন বলেন, ‘আমার মনে হয় না রাজনৈতিক সমস্যা এ দেশের কোনো সমস্যাএ সমস্যার কথা দেশি-বিদেশি সবাই জানে
সফিউলইসলাম মহিউদ্দিন রাজনীতিবিদদের আলোচনায় বসার অনুরোধ জানিয়ে বলেন, ‘রাজনীতির আকাশে কালো মেঘ দেখা যাচ্ছেএ রাজনীতি আপনারা বন্ধ করুনএটিজনকল্যাণের রাজনীতি হতে পারে নাঅকারণে হরতাল দেশের প্রধান রপ্তানি খাততৈরি পোশাকশিল্পের জন্য হুমকি
অনুষ্ঠানে বক্তারা তৈরি পোশাক খাতেযুক্তরাষ্ট্রের অগ্রাধিকারমূলক সুবিধা জিএসপি (জেনারালাইজড সিস্টেম অবপ্রেফারেন্স) বাতিলের তোড়জোড় নিয়ে হতাশা ব্যক্ত করেনতাঁরা এ সুবিধাঅব্যাহত রাখার লক্ষ্যে সরকারি উদ্যোগের ওপর জোর দেন
গোলাম কাদের বলেন, যুক্তরাষ্ট্রে বছরে ৬০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করা হয়এর মধ্যেজিএসপি-সুবিধায় রপ্তানি হয় মাত্র চার থেকে পাঁচ কোটি ডলারের পোশাকতবেযুক্তরাষ্ট্র যদি এ সুবিধা বাতিল করে, তবে অন্য উন্নত দেশগুলোও সেই পথঅনুসরণ করতে পারেতা ছাড়া জিএসপি-সুবিধার সঙ্গে দেশের ভাবমূর্তির সম্পর্কআছে, যা রাতারাতি কিংবা শতকোটি টাকা ব্যয়ে অর্জন করা সম্ভব নয়এ ব্যাপারেশিগগির বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফর করবে বলেতিনি জানান
সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, শিল্পায়ন ত্বরান্বিত করতেবিদ্যুত্ পরিস্থিতির উন্নতির লক্ষ্যে মধ্যমেয়াদি কয়লাভিত্তিক ও দীর্ঘমেয়াদে পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প স্থাপনের দাবি জানান

 

নিউজরুম

 

শেয়ার করুন