আর্ন্তজাতিক ডেস্ক(০৭ ফেব্রুয়ারী): ভারতের রাজধানী নয়াদিল্লির নারীরা নিজেদের নিরাপদ মনে করেন না, মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত গতকাল বুধবার এ কথা স্বীকার করেছেন।
দিল্লিতে গত মঙ্গলবার নিজ বাসায় ১৯ বছরের একজন তরুণীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এই ঘটনা উদ্ধৃত করে রাজ্যের মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত ওই স্বীকারোক্তি দেন।তিনি বলেন, ‘দিল্লিতে নারীরা নিজেদের নিরাপদ মনে করেন না। তাঁদের মধ্যে আতঙ্ক বেড়েছে। লাজপাত নগরের ওই তরুণীকে ধর্ষণচেষ্টার ঘটনাটি জেনে আমি কষ্ট পেয়েছি। এটা আমাদের জন্য এক বড় বাধা।’ একজন বৈদ্যুতিক কর্মী ওই দিন নবম শ্রেণীর ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটি যাতে সাহায্যের জন্য চিৎকার করতে না পারে সে জন্য তিনি তার গলায় একটি লোহার দণ্ড ঢুকিয়ে দেন।অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অবশ্য নারীদের নিরাপত্তার জন্য সম্ভব সবকিছু করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, ‘নগরে নারীদের নিরাপত্তার পরিবেশ তৈরি করে দিতে আমার সরকার সম্ভব সবকিছু করবে।’ টাইমস অব ইন্ডিয়া।
নিউজরুম