প্রতিযোগিতামূলক অনুষ্ঠান স্টার ড্যান্স

0
178
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(০৬ ফেব্রুয়ারী): ৮ ফেব্রুয়ারি শুক্রবার থেকে চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে এশিয়ান টিভিতে শুরু হতে যাচ্ছে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানস্টার ড্যান্সসপ্তাহের প্রতি শুক্র ও শনিবার রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে স্টার ড্যান্সঅনুষ্ঠানটি
অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক সৈকত সালাহউদ্দিন জানিয়েছেন, দৃষ্টিনন্দন কোরিওগ্রাফি, তারকার দ্যুতিসব মিলিয়ে বিনোদনপ্রেমী দর্শকের পছন্দের একটি অনুষ্ঠান হবে স্টার ড্যান্স
স্টার ড্যান্সঅনুষ্ঠানে রয়েছে ছয়টি দলএকেকটি দলের প্রধান হিসেবে আছেন বিনোদন জগতের তারকারাঅনুষ্ঠানে তারকাদের নিজেদের পরিবেশনার পাশাপাশি থাকবে দলীয় পরিবেশনাওছয়টি দলে যেসব তারকা অভিনয়শিল্পী অংশ নিচ্ছেন তাঁরা হলেনমম, নিপুণ, মিম, মৌসুমী হামিদ, তমা মির্জা ও ঈশানা
স্টার ড্যান্সঅনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নাবিলাতারকা ও তাঁদের দলের পরিবেশনার বিচারক হিসেবে থাকবেন চম্পা, ফেরদৌস, বিজরী বরকতউল্লাহ, কানিজ আলমাস খান, রিচি সোলায়মান, আমিন খান, তানিয়া ও ইলিয়াস কাঞ্চন

 

 নিউজরুম

 

শেয়ার করুন