বিনোদন ডেস্ক(০৬ ফেব্রুয়ারী): ৮ ফেব্রুয়ারি শুক্রবার থেকে চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে এশিয়ান টিভিতে শুরু হতে যাচ্ছে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘স্টার ড্যান্স’। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘স্টার ড্যান্স’ অনুষ্ঠানটি।
অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক সৈকত সালাহউদ্দিন জানিয়েছেন, দৃষ্টিনন্দন কোরিওগ্রাফি, তারকার দ্যুতি—সব মিলিয়ে বিনোদনপ্রেমী দর্শকের পছন্দের একটি অনুষ্ঠান হবে ‘স্টার ড্যান্স’।
‘স্টার ড্যান্স’ অনুষ্ঠানে রয়েছে ছয়টি দল। একেকটি দলের প্রধান হিসেবে আছেন বিনোদন জগতের তারকারা। অনুষ্ঠানে তারকাদের নিজেদের পরিবেশনার পাশাপাশি থাকবে দলীয় পরিবেশনাও। ছয়টি দলে যেসব তারকা অভিনয়শিল্পী অংশ নিচ্ছেন তাঁরা হলেন—মম, নিপুণ, মিম, মৌসুমী হামিদ, তমা মির্জা ও ঈশানা।
‘স্টার ড্যান্স’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নাবিলা। তারকা ও তাঁদের দলের পরিবেশনার বিচারক হিসেবে থাকবেন চম্পা, ফেরদৌস, বিজরী বরকতউল্লাহ, কানিজ আলমাস খান, রিচি সোলায়মান, আমিন খান, তানিয়া ও ইলিয়াস কাঞ্চন।
নিউজরুম