আর্ন্তজাতিক ডেস্ক(০৬ ফেব্রুয়ারী): মিসর সফররত ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদকে লক্ষ করে জুতা নিক্ষেপ করেছে সিরীয় বিক্ষোভকারীরা।
তিনযুগের মধ্যে প্রথম ইরানি প্রেসিডেন্ট হিসেবে মিসর সফরকারী আহমদিনেজাদ েমঙ্গলবার তেহরানের একটি প্রাচীন মসজিদ পরিদর্শনকালে তাকে লক্ষ করে সিরীয়বিক্ষোভকারীরা জুতা নিক্ষেপ করে। তাদের প্রতিবাদের মুখে তিনি মসজিদ থেকেচলে যান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি ইরানের সমর্থনেরপ্রতিবাদে তারা একাজ করে।
পরে শিয়া ইরানের নেতা হিসেবে সুন্নি বিশ্বেরঅন্যতম মর্যাদাশীল শিক্ষাপ্রতিষ্ঠান আল আজহার যাওয়ার সময় সেখানকার প্রধানগেটে শিয়াবিরোধী লোকেরা জুতা প্রদর্শন করে।
ইসলামী শীর্ষ সম্মেলনে যোগ দিতে আহমদিনেজাদ মিসর সফর করছেন।
নিউজরুম