বিনোদন ডেস্ক(০৬ ফেব্রুয়ারী):ঢাকার চলচ্চিত্রে ফেরদৌস ও ঋতুপর্ণা একসঙ্গে জুটি হয়ে কোনো ছবিতে অভিনয় করেননি।তবে এ জুটি কলকাতার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। বছর খানেক পর আবার একসঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন ফেরদৌস ও ঋতুপর্ণা। দেবরাজ সিনহা পরিচালিত ছবিটির নাম ‘আকর্ষণ’।
‘আকর্ষণ’ ছবির শুটিংয়ে অংশ নিতে আজ বিকেলের ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন ফেরদৌস।
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘ঋতু (ঋতুপর্ণা) আমার প্রিয় অভিনেত্রী এবং ঘনিষ্ঠ বন্ধুও। আমাদের আগের ছবিগুলোর মতো এটি ভালো হবে বলে আমার বিশ্বাস।’
২০০২ সালে সুভাষ সেন পরিচালিত ‘ওস্তাদ’ ছবিতে প্রথম জুটি হয়ে অভিনয় করেন ফেরদৌস ও ঋতুপর্ণা। এরপর তাঁরা দুজন জুটিবদ্ধ হয়ে ‘সুয়োরানি দুয়োরানি’, ‘মন যারে চায়’, ‘প্রেমের প্রতিদান’, ‘তুমি যদি আমার হতে’, ‘জীবনের চারকোণ’, ‘কামব্যাক’, ‘জনম জনমের সাথী’, ‘ফুল আর পাথর’ ও ‘প্রতিহিংসা’ ছবিতে কাজ করেছেন।
ফেরদৌস প্রযোজিত ও নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘এক কাপ চা’ ছবিতে ঋতুপর্ণা অতিথিশিল্পী হিসেবে অভিনয় করেছেন।
নিউজরুম