ঢাকার চলচ্চিত্রে ফেরদৌস ও ঋতুপর্ণা

0
240
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(০৬ ফেব্রুয়ারী):ঢাকার চলচ্চিত্রে ফেরদৌস ও ঋতুপর্ণা একসঙ্গে জুটি হয়ে কোনো ছবিতে অভিনয় করেননিতবে এ জুটি কলকাতার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেনবছর খানেক পর আবার একসঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন ফেরদৌস ও ঋতুপর্ণাদেবরাজ সিনহা পরিচালিত ছবিটির নাম আকর্ষণ
আকর্ষণছবির শুটিংয়ে অংশ নিতে আজ বিকেলের ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন ফেরদৌস
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘ঋতু (ঋতুপর্ণা) আমার প্রিয় অভিনেত্রী এবং ঘনিষ্ঠ বন্ধুওআমাদের আগের ছবিগুলোর মতো এটি ভালো হবে বলে আমার বিশ্বাস
২০০২ সালে সুভাষ সেন পরিচালিত ওস্তাদছবিতে প্রথম জুটি হয়ে অভিনয় করেন ফেরদৌস ও ঋতুপর্ণাএরপর তাঁরা দুজন জুটিবদ্ধ হয়ে সুয়োরানি দুয়োরানি’, ‘মন যারে চায়’, ‘প্রেমের প্রতিদান’, ‘তুমি যদি আমার হতে’, ‘জীবনের চারকোণ’, ‘কামব্যাক’, ‘জনম জনমের সাথী’, ‘ফুল আর পাথরপ্রতিহিংসাছবিতে কাজ করেছেন
ফেরদৌস প্রযোজিত ও নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এক কাপ চাছবিতে ঋতুপর্ণা অতিথিশিল্পী হিসেবে অভিনয় করেছেন

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন