শিক্ষা ডেস্ক(০৬ ফেব্রুয়ারী): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে সিলেট জেলা বিএনপি।
গত রোববার রাতে দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় গৃহীত এক প্রস্তাবে শাবিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের সিদ্ধান্তে ােভ প্রকাশ করে অবিলম্বে মূর্তি স্থাপনের প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, শাহজালালের পবিত্র মাটিতে মূর্তি স্থাপনের অপতৎপরতা বন্ধ করতে হবে, অন্যথায় সিলেটবাসীকে নিয়ে তা প্রতিহত করা হবে।
সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গাফফার, সহসভাপতি মাখন মিয়া চেয়ারম্যান, সহসভাপতি অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদ, সহসভাপতি ময়নুল হক চৌধুরী, সরওয়ার আহমদ, ফখরুল ইসলাম, আনহার মিয়া, শওকত মিয়া, নজরুল ইসলাম, বুরহান আহমদ, কামাল হাসান, মিজানুর রহমান নেছার, মকসুদ আহমদ, সাহেদ আহমদ প্রমুখ।
নিউজরুম