ব্যবসা ও অর্থনীতিডেস্ক(০৬ ফেব্রুয়ারী): বাংলাদেশ ব্যাংকের সম্মতি (এলওআই) পাওয়া নতুন নয়টি ব্যাংকের মধ্যে পাঁচটি ব্যাংকের লাইসেন্সের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
কেন্দ্রীয়ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গতকাল মঙ্গলবার এই পাঁচ ব্যাংকেরলাইসেন্স প্রদানের অনুমোদন দেওয়া হয়। এই ব্যাংকগুলো হলো: ইউনিয়ন, সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স, মেঘনা, প্রবাসী উদ্যোক্তাদের এনআরবিকমার্শিয়াল ও এনআরবি ব্যাংক।
সম্মতি পাওয়া ছয়টি ব্যাংকের প্রস্তাবউঠেছিল বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায়। কিন্তু মিডল্যান্ড ব্যাংকেরব্যবসায়িক পরিকল্পনায় সন্তুষ্ট হতে না পারায় পর্ষদ ব্যাংকটির প্রস্তাবেঅনুমোদন দেয়নি।
চূড়ান্ত অনুমোদন পাওয়া এসব ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমশুরু করতে এখনো কিছুটা সময় লাগবে। এর আগে গত রোববার পর্ষদ বৈঠকে ছয়টিব্যাংকের প্রস্তাব উঠ লে ওই দিন তিনটি ব্যাংকের ব্যবসায়িক পরিকল্পনাউপস্থাপনের পর বৈঠক মুলতবি করা হয়। গতকাল মুলতবি বৈঠকে পাঁচ ব্যাংকেরঅনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। গভর্নর আতিউর রহমান এতেসভাপতিত্ব করেন।
বৈঠকে পর্ষদ সদস্য ছাড়াও প্রস্তাবিত ছয়টি ব্যাংকেরচেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টকর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকগুলোর পক্ষে এমডিরা বৈঠকে ব্যবসায়িকপরিকল্পনা পেশ করেন।
বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কেসুর চৌধুরী সাংবাদিকদের বলেন, পর্ষদের কাছে ছয়টি ব্যাংকের প্রস্তাব পাঠানোহয়েছিল। গত রোববারের বৈঠকে তিনটি ব্যাংক তাদের ব্যবসায়িক পরিকল্পনাউপস্থাপন করে। এরপর বৈঠকটি মুলতবি হয়। বাকি তিনটি ব্যাংক ব্যবসায়িকপরিকল্পনা তুলে ধরে গতকাল। পরিকল্পনা শুনে পর্ষদ পাঁচটি ব্যাংকেরলাইসেন্সের বিষয়ে অনাপত্তি দিয়েছে।
সুর চৌধুরী বলেন, মিডল্যান্ডব্যাংকের ব্যবসায়িক পরিকল্পনায় পর্ষদ সন্তুষ্ট না হওয়ায় আগামী বৈঠকে পুনরায়তাদের পরিকল্পনা পেশ করতে হবে। তিনি বলেন, এসব ব্যাংককে এখন যৌথ মূলধনিকোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে কোম্পানি গঠনকরতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংক তাদের নামে লাইসেন্স ইস্যু করবে। আগামী একসপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা সম্ভব। তবে শাখার অনুমতি পেতে এখনোকিছুটা সময় লাগবে।
সুর চৌধুরী আরও বলেন, পর্ষদে উত্থাপিত এসব ব্যাংকেরব্যবসায়িক পরিকল্পনার আলোকে তাদের প্রস্তুতি এবং এলওআইয়ের শর্তের বিষয়ে এখনপরিদর্শন করা হবে। ওই পরিদর্শনে তাদের বিষয়ে ইতিবাচক প্রতিবেদন এলে শাখারঅনুমতি নিয়ে তারা ব্যবসায়িক কাজ শুরু করতে পারবে।
লাইসেন্সের বিষয়েঅনাপত্তি পাওয়া পাঁচটির মধ্যে প্রবাসীদের মালিকানার এনআরবি কমার্শিয়ালব্যাংকের মূল উদ্যোক্তা যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী ফরাসত আলী আর এনআরবিব্যাংকের মূল উদ্যোক্তা যুক্তরাজ্যপ্রবাসী ইকবাল আহমেদ। দেশীয় উদ্যোক্তাদেরমধ্যে ইউনিয়ন ব্যাংকের মূল উদ্যোক্তা হিসেবে রয়েছেন জাতীয় পার্টিরচেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্সব্যাংকের মূল উদ্যোক্তা বাগেরহাটের ব্যবসায়ী এস এম আমজাদ হোসেন। এবং মেঘনাব্যাংকের মূল উদ্যোক্তা হিসেবে রয়েছেন উত্তরবঙ্গ এলাকার আওয়ামী লীগের সাংসদএইচ এন আশিকুর রহমান।
তবে ব্যবসায়িক পরিকল্পনায় সন্তুষ্ট করতে না পারায়ফেরত আসা মিডল্যান্ড ব্যাংকের মূল উদ্যোক্তা হিসেবে আছেন আওয়ামী লীগেরসভানেত্রী শেখ হাসিনার আয়কর আইনজীবী ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান এমমনিরুজ্জামান খন্দকার।
সম্মতিপত্র পাওয়া বাকি তিনটির মধ্যে ঢাকার সাংসদফজলে নূর তাপসের নেতৃত্বাধীন মধুমতি গত ডিসেম্বরের শেষ সপ্তাহে আবেদন জমাদেওয়ায় এখনো কোনো অগ্রগতি হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরেরনেতৃত্বাধীন ফারমার্স ব্যাংক এখনো ৪০০ কোটি টাকার মূলধন জমা দিতে পারেনি।আর যুক্তরাষ্ট্রপ্রবাসী নিজাম চৌধুরীর নেতৃত্বাধীন এনআরবি গ্লোবাল ব্যাংকমূলধন জোগানের জন্য আগামী মার্চ পর্যন্ত সময় নিয়েছে।
নিউজরুম