কক্সবাজার, (৬ফেব্রুয়ারী) : কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে প্রতিবাদী অবস্থান কর্মসূচি। বুধবার বিকেল ৪ টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে সচেতন ছাত্র সমাজের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।
ইতোমধ্যে অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, খেলাঘর, উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা যোগ দিয়েছেন।
এছাড়া অবস্থান কর্মসূচির সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন কক্সবাজারে ভ্রমণে আসা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে অধ্যয়নরত একদল শিক্ষার্থী। কর্মসূচি চলাকালে গান পরিবেশেনের পাশাপাশি বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এডভোকেট নাসির আহমদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মো. নুজিবুল ইসলাম, জেলা খেলাঘর আসরের সভাপতি জাহেদ সরওয়ার সোহেল প্রমুখ। কক্সবাজার জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মো. নুজিবুল ইসলাম বাংলানিউজকে জানান, কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় দেশের জনগণ প্রত্যাখান করেছে।
তাই ফাঁসির রায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আসছেন।
নিউজরুম