ঢাকা, (৬ফেব্রুয়ারী) : জামায়াতের ডাকা বুধবারের দেশব্যাপী হরতালের সময় রাজধানীর মিরপুরে হরতালবিরোধী মিছিল বের করেছে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ। তবে অন্যান্য দিনের হরতালে আওয়ামী লীগ হরতালবিরোধী নানা স্লোগান দিলেও বুধবারের স্লোগানে উলটো সুর লক্ষ্য করা গেছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মিছিলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নেতাকর্মীরা।
প্রয়োজনে আওয়ামী এ রায়ের বিরুদ্ধে হরতাল দেবে, এমন মতামত ব্যক্ত করেন তারা।মিছিলের প্রধান স্লোগান ছিল, “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, কসাই কাদেরের ফাঁসি চাই। এই রায় মানি না, মানবো না।” মিছিল শেষে বেলা১১টায় মিরপুর ১০ নম্বরে স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার বলেন, “ওরা (জামায়াত) কি হরতাল দিচ্ছে, হরতাল দেওয়ার কথা তো আমাদের।”
তিনি আরও বলেন, “এ রায়ে আমরা ক্ষুব্ধ, আমাদের আশার প্রতিফলন ঘটেনি। এই রায় কিছুতেই মেনে নিতে পারি না। দেশের ১৬ কোটি মানুষও মর্মাহত হয়েছে।” কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফা বলেন, “এই রায় আমরা মানি না। প্রয়োজনে আওয়ামী লীগ রায়ের বিরুদ্ধে হরতাল দেবে।”
কাফরুল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মাইকেল, কাফরুল থানা মহিলা লীগের সভানেত্রী রোকেয়া জামানসহ স্থানীয় নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ চিহ্নিত খুনি-ধর্ষক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। এ রায় দেওয়ার পর রায়ের বিরুদ্ধে বিকেল থেকেই ঢাকাসহ দেশজুড়ে শুরু হয়েছে আন্দোলন।
নিউজরুম