বিনোদন ডেস্ক(০৬ ফেব্রুয়ারী): বলিউডের বিপাশা বসু ও জ্যাকি শ্রফের পর এবারে অনন্তের চলচ্চিত্রে যুক্ত হলেন হলিউডের অ্যাকশন ডিরেক্টর ক্লাইভ কার্টিস।
‘মোস্ট ওয়েলকাম টু’ ছবির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন তিনি। সম্প্রতি ক্লাইভ কার্টিসের সঙ্গে মনসুন ফিল্মসের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন অনন্ত।
প্রথম আলো ডটকমকে অনন্ত বলেন, ‘আমি আগেই বলেছি, মনসুন ফিল্মস আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণে বিশ্বাসী। তাই ছবি নির্মাণের শুরু থেকেই মনসুন ফিল্মস চেষ্টা করে আসছে আন্তর্জাতিক মান বজায় রাখার। তারই অংশ হিসেবে অ্যাকশন দৃশ্যের জন্য ক্লাইভ কার্টিসকে যুক্ত করা হয়েছে।’ তিনি বলেন, হলিউডের বিখ্যাত প্রযোজনা-পরিবেশনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স, প্যারামাউন্ট পিকচার্স, টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স এবং জেমস বন্ড সিরিজের চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্য পরিচালনা করে থাকেন ক্লাইভ কার্টিস। ইংল্যান্ডের স্বনামধন্য প্রতিষ্ঠান আইসিএম গ্রুপের সহায়তায় মনসুন ফিল্মের সঙ্গে যুক্ত হলেন হলিউডের এই অ্যাকশন ডিরেক্টর। তাঁরই নির্দেশনায় ধারণ করা হবে ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবির অ্যাকশন দৃশ্যগুলো।
অনন্ত আরও জানিয়েছেন, ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবির অ্যাকশন দৃশ্যে ব্যবহার করা হবে বিএমডব্লিউ সেভেন সিরিজ গাড়ি, রোভার কার, হেলিকপ্টারসহ অত্যাধুনিক সব যানবাহন, যা সচরাচর হলিউডের ছবিতে দেখা যায়।
‘মোস্ট ওয়েলকাম টু’ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন অনন্ত ও অনন্য মামুন।
নিউজরুম