মনের মানুষের সন্ধানে কেটি হোমস

0
201
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(০৬ ফেব্রুয়ারী): গত বছর টম ক্রুজের সঙ্গে ছাড়াছাড়ির পর স্বাধীনতার স্বাদ পেয়েছেন কেটি হোমসআবারও সম্পর্কে জড়িয়ে তিনি এ স্বাধীনতা হারাতে চান নাকিন্তু জীবনের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার জন্য কারও অভাব অনুভব করছেন তিনি, যার জন্য নতুন সঙ্গী খুঁজছেনসব মিলিয়ে উভয়সংকটেই দিন কাটছে কেটির

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ক্রুজের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর নতুন করে যে স্বাধীনতার স্বাদ পেয়েছেন, তা হারাতে চাইছেন না কেটিআবার একা থাকতেও তাঁর ভালো লাগছে নাএরই মধ্যে তিনি একজন মনের মানুষের সন্ধান শুরু করেছেনকিন্তু অভিসারে মেতে পাছে একাকী জীবনের স্বাধীনতা হারিয়ে ফেলেন, এ নিয়েও ভুগছেন দোটানায়

কেটি যদি নতুন সঙ্গীর কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেন, তবে এখন যে স্বাধীনতার চমত্কার অনুভূতি তিনি পাচ্ছেন, তা থেকে বঞ্চিত হতে হবেবর্তমান দিনগুলোতে তাঁকে কেউ নিয়ন্ত্রণ করছেন নাকী করতে হবে কিংবা কী দেখতে হবে, তা নিয়ে খবরদারি করার মতো কেউ নেই কেটির জীবনেজীবনের লাগাম নিজের হাতে টানতে পারার এ সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিতকিন্তু এভাবে সারা জীবন তিনি একাকী কাটাতেও রাজি ননজানিয়েছে রাডার অনলাইন

এখন কেটির বেশির ভাগ সময় কাটছে মেয়ে সুরি ক্রুজের সঙ্গেএই মুহূর্তে কেটির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছয় বছর বয়সী সুরিতাঁর সবচেয়ে কাছের বন্ধুও এই ছোট্ট সুরি

 

নিউজরুম

 

শেয়ার করুন