নতুন ব্র্যান্ডের মোবাইল ফোনে আলট্রাপিক্সেল ক্যামেরা

0
191
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(০ ফেব্রুয়ারী): তাইওয়ানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি নতুন ব্র্যান্ডের মোবাইল ফোনে আলট্রাপিক্সেলসেন্সর যুক্ত করতে পারেপ্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, মেগাপিক্সেল সেন্সরের কয়েকটি স্তর মিলে তৈরি হয় আলট্রাপিক্সেলখবর এনডিটিভির
১৯ ফেব্রুয়ারি এম৭ব্র্যান্ডের নতুন স্মার্টফোনের ঘোষণা দিতে পারে এইচটিসিপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পকেট লিন্টের তথ্য অনুযায়ী, মেগাপিক্সেল ক্যামেরার ধারণা থেকে সরে এসে আলট্রাপিক্সেল ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করছে তাইওয়ানের প্রতিষ্ঠানটিবিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়েছে, এম৭ ব্র্যান্ডের এইচটিসি স্মার্টফোনের পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা থাকতে পারেতবে পকেট লিন্ট ওয়েবসাইটের এক তথ্য অনুযায়ী, এম ৭ মডেলটিতে ৪.৩ মেগাপিক্সেলের তিনটি সেন্সরের স্তর ব্যবহার করে আলট্রাপিক্সেল প্রযুক্তির ক্যামেরা যুক্ত করতে পারে এইচটিসি কর্তৃপক্ষএ প্রযুক্তি ব্যবহারে আরও উজ্জ্বল ও ঝকঝকে ছবি পাওয়া যাবে
আলট্রা পিক্সেল ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করেছে সিগমা ও নকিয়াওনকিয়ার ৮০৮ পিওরভিউ মডেলটিতে এ প্রযুক্তি নিয়ে পরীক্ষা করা হচ্ছেলুমিয়া ব্র্যান্ডের স্মার্টফোনের ক্ষেত্রে আলট্রাপিক্সেল সেন্সর ব্যবহার করতে পারে নকিয়া

 

নিউজরুম

 

শেয়ার করুন