জর্ডান সফরে যাবেন বারাক ওবামা

0
251
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক( ফেব্রুয়ারী): আসছে বসন্তে ইসরায়েল, পশ্চিম তীর ও জর্ডান সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্টবারাক ওবামাপ্রেসিডেন্ট হিসেবে মধ্যপ্রাচ্যের ওই অংশে এটাই হবে তাঁরপ্রথম সফরহোয়াইট হাউসের বরাত দিয়ে গতকাল বুধবার বিবিসি অনলাইনের খবরে একথা জানানো হয়
গত জানুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিননেতানিয়াহু পুনর্নির্বাচিত হওয়ার পর টেলিফোনে তাঁকে অভিনন্দন জানানওবামাওই সময় এই সফরের বিষয়ে তাঁদের আলোচনা হয়হোয়াইট হাউসের পক্ষথেকে এখনো ওবামার এই সফরসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নিতবেইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১০ বলেছে, সফরটা হতে পারে ২০ মার্চের দিকে
জাতীয়নিরাপত্তা পরিষদের মুখপাত্র টমি ভিয়েটর বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে ওবামারদ্বিতীয় মেয়াদ শুরু ও ইসরায়েলে নতুন সরকার গঠন দুই দেশের বন্ধুত্বপূর্ণসম্পর্ক আরও গভীর ও টেকসই করার সুযোগ করে দেবে
ইসরায়েল সফরকালে ইরানও সিরিয়ার প্রসঙ্গ ছাড়াও দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোনিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন এই মুখপাত্রআঞ্চলিক বিভিন্ন বিষয়েরক্ষেত্রে ওবামা ফিলিস্তিন ও জর্ডান কর্তৃপক্ষের সঙ্গেও অন্তরঙ্গভাবেআলোচনা করবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়
এর আগে ২০০৮ সালে প্রেসিডেন্ট পদের একজন প্রার্থী হিসেবে ইসরায়েল ও জর্ডান সফর করেছিলেন ওবামা

 

নিউজরুম

 

শেয়ার করুন