বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(০৬ ফেব্রুয়ারী): বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ১০৬ কোটি। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকের বেশির ভাগ গ্রাহকই এখন মোবাইল ডিভাইস থেকে ফেসবুক পরিদর্শন করছেন। প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কমস্কোর প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে ৬১ কোটি ৮০ লাখ মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করে। এর মধ্যে ১৫ কোটি ৭০ লাখ মানুষ মোবাইল ফোন থেকে ভিজিট করেন। বর্তমানে এ সংখ্যা পিসিতে ব্যবহাকারীর সংখ্যাকে অতিক্রম করেছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপ। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে মোবাইল ডিভাইসে পাওয়া বিজ্ঞাপন থেকে আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ আয় করেছে সামাজিক যোগাযোগের শীর্ষস্থানীয় সাইট ফেসবুক।বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোন ও ট্যাবলেটের জোয়ারের সুবিধা নিয়ে এ খাতে সাফল্য পেতে শুরু করেছে বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ সাইটটি। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ জানান, মোবাইলফোন নির্ভর পণ্য উন্নয়নে চলতি বছর প্রচুর নতুন মুখ নিয়োগ দেবে ফেসবুক। চলতিবছর আমাদের ল্য সর্বোচ্চ মুনাফা অর্জন করা নয়। গ্রাহকদের ভালো সেবা এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল একটি ব্যবসায় হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। ফেসবুকের মূল বাজার হিসেবে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপকে পেছনে ফেলে উঠে এসেছে এশিয়া। তবে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের বাজার থেকে গ্রাহকপ্রতি সর্বোচ্চ আয় হয় সাইটটির। বর্তমানে ফেসবুকের মোবাইল বিজ্ঞাপন ব্যবসায় উন্নয়নে চাপ দিচ্ছেন বিনিয়োগকারীরা। একই ধরনের চাপে রয়েছে বিশ্বের শীর্ষ ইন্টারনেটসেবা প্রতিষ্ঠান গুগলও। বর্তমানে ফেসবুক বিশ্বের সবচেয়ে বড় সোস্যাল নেটওয়ার্কিং সাইট। ২০১২ সালে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা শত-কোটি অতিক্রম করে। স্মার্টফোন ও ট্যাবলেট থেকে ব্যবহারকারী বৃদ্ধি পাওয়াকে ফেসবুকের আয় বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নিউজরুম