আফ্রিকার মানুষের জন্য বিশেষ ফোন

0
128
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(০ ফেব্রুয়ারী):চীনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াউই আফ্রিকা অঞ্চলের জন্য বিশেষ মুঠোফোন বাজারে এনেছেউইন্ডোজ অপারেটিং সিস্টেম-চালিত এ ফোন ফোর আফ্রিকাউদ্যোগের অংশ হিসেবে চালু করা হয়েছে বলে জানা গেছে
কম দামে তারহীন উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের বিশেষ সুবিধাসংবলিত এবং মিসর ও দক্ষিণ আফ্রিকার মানুষের জন্য বিশেষভাবে তৈরি এ ফোনে রয়েছে প্রয়োজনীয় বেশ কিছু উইন্ডোজ অ্যাপসআফ্রিকান ব্যবহারকারীদের জন্যই বিশেষভাবে তৈরি অ্যাপস রয়েছে এ ফোনেনতুন এ ফোনের দাম কেমন হবে, সেটি ঠিক জানা যায়নি
মাইক্রোসফটের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের উইন্ডোজ ফোন বিভাগের পরিচালক গুস্তাব ফুস বলেন, ‘আমরা চাই, আফ্রিকা অঞ্চলে বিশেষ দামে ভালো ফোন দিতে ফোন মিসর, নাইজেরিয়া, আইভোরি কোস্ট, অ্যাঙ্গোলা, মরক্কো ও দক্ষিণ আফ্রিকার ব্যবহারকারীদের জন্যই তৈরি বলে জানান তিনি
নতুন ফোনটিতে থাকছে চার ইঞ্চি টাচক্রিন, পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা প্রভৃতিএকবার চার্জে এ ফোন চলবে ৪২০ ঘণ্টা! ফোর আফ্রিকা নামের এ উদ্যোগে কয়েক লাখ মানুষ স্মার্ট ডিভাইস ব্যবহারের সুযোগ পাবে বলে মনে করা হচ্ছেদাম বেশি হওয়ায় অনেক ক্ষেত্রেই ভালো সুবিধার ফোন ব্যবহার করতে পারে না এ অঞ্চলের মানুষতাই মাইক্রোসফটের এমন উদ্যোগ বলে জানা গেছেএ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরাতাঁদের মতে, এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ স্মার্টফোন ব্যবহারের সুযোগ পাবে।

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন