বিনোদন ডেস্ক(০৬ ফেব্রুয়ারী): যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা শাহরুখ খান। এক খবরে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, তাঁর অখণ্ড ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে হার্ভার্ড ক্যাম্পাসে বক্তব্য দিতে শাহরুখকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত বছর যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে শাহরুখের বক্তব্য দারুণ প্রশংসিত হয়েছিল। এবার তিনি আমন্ত্রণ পেলেন হার্ভার্ড থেকে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে ঘনিষ্ঠ একটি সূত্র। সেখানে তিনি কবে যাবেন এবং কী বিষয়ে বক্তব্য দেবেন, তা এখনো চূড়ান্ত না হলেও শিগগিরই এর ঘোষণা দেওয়া হবে। খুব সম্ভবত আগামী মার্চ মাসে সেখানে যেতে হবে তাঁকে।
সূত্র আরও জানায়, শাহরুখ অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী। যুক্ত আছেন চলচ্চিত্র ব্যবসার সঙ্গে। পাশাপাশি সফলভাবে ভিজ্যুয়াল ইফেক্ট কোম্পানি চালাচ্ছেন।এসব দিক বিবেচনায় নিয়ে ধারণা করা হচ্ছে, চলচ্চিত্র নির্মাণের সঙ্গে অর্থনীতির সম্পর্ক নিয়ে শিক্ষার্থীদের জ্ঞান দেবেন এই ‘রা ওয়ান’ তারকা।
নিউজরুম